কাবুলে অবস্থিত ‘মাহদি মওউদ’ কোচিং সেন্টারে আত্মঘাতী একব্যক্তি নিজেকে বিস্ফোরিত করেছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আত্মঘাতী ঐ ব্যক্তি তার সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালায়।
গত বুধবার (১৫ আগস্ট) বিকেল ৪ টায় কাবুলের নাক্কাশ এলাকায় অবস্থিত মাহদি মওউদ কোচিং সেন্টারে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ঐ হামলায় ৪৮ জন শহীদ এবং ৬৭ জন আহত হয়েছেন।
এদিকে, তালেবানের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায়, এ হামলায় তাদের জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। এ ধরনের হামলার পরপরই নিজেদের সম্পৃক্ত থাকার কথা জঙ্গী সংগঠন দায়েশ স্বীকার করলেও এ ঘটনায় কোন বিবৃতি দেয়নি তারা।
প্রসঙ্গত, এর আগেও কাবুলের পশ্চিমাঞ্চলে একটি কোচিং সেন্টার সন্ত্রাসী হামলার শিকার হয়। দায়েশের ঐ আত্মঘাতী হামলায় ৫৭ জন শহীদ এবং ১০০ জন আহত হয়।#