সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার নজিরবিহীন জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন লেবাননের হিজবুল্লাহর মহাসচিব ও সিরিয়ার প্রেসিডেন্ট।
আবনা ডেস্কঃ হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এক টেলিফোন সংলাপে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন।
লেবাননের দৈনিক আসসোবাত-এর বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স এ খবর দিয়েছে।
দৈনিকটি লিখেছে, বাশার আল আসাদ ও সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সিরিয়ার ওপর সম্ভাব্য ইঙ্গ-মার্কিন ও ফরাসি হামলার নজিরবিহীন এবং সম্মিলিত জবাব দেয়ার ব্যাপারে একমত হয়েছেন।
মার্কিন, ব্রিটিশ ও ফরাসি হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ও সিরিয়ার সেনাবাহিনী যে পাল্টা হামলা চালাবে তাতে আগ্রাসীরা অপ্রস্তুত ও হতবাক হয়ে যাবে এবং তাদের এই পাল্টা হামলা হবে সবার ধারণা ও হিসাব-নিকাশের বাইরে। দৈনিকটি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
এ খবর এমন সময় এলো যখন সিরিয়ার সরকারি সেনারা ইদলিব প্রদেশকে সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করার জন্য অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং একই সময়ে মার্কিন সরকার ও তার মিত্র ব্রিটেন আর ফ্রান্স সিরিয়ার বিশেষ কিছু লক্ষ্য-বস্তুতে হামলার জন্য প্রস্তুত হচ্ছে। ওদিকে রাশিয়ার বিমান ও নৌ-বাহিনী ভূমধ্য-সাগরে বৃহত্তম সামরিক মহড়া চালাচ্ছে। এর আগে রাশিয়া সিরিয়ায় হামলা চালানোর বিরুদ্ধে পাশ্চাত্যকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছে, ইদলিবে রাসায়নিক হামলার সাজানো ঘটনা ঘটিয়ে তার দায় সিরিয়ার সরকারি সেনাদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে মার্কিন সরকার ও তার মিত্ররা এবং এই অজুহাতেই পাশ্চাত্য সিরিয়ার ওপর হামলার পরিকল্পনা করছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমও বলেছেন, ওয়াশিংটন সিরিয়ার ব্যাপারে যা করছে তা অবৈধ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোর পরিপন্থী। দামেস্ক তার সর্বশক্তি দিয়ে সম্ভাব্য মার্কিন হামলার জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। #