সিরিয়ার রাজধানী দামেস্কে আজ (বুধবার) একটি আদালত ভবনে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও বহু লোক আহত হয়েছে।
আবনা ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে আজ (বুধবার) একটি আদালত ভবনে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। এটি আত্মঘাতী হামলা ছিল বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা 'সানা' জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুরে দামেস্কের আল-হামিদিয়া এলাকায় আদালত ভবনের সামনে এক ব্যক্তি তার শরীরে বাধা বোমায় বিস্ফোরণ ঘটিয়েছে। বোমায় বিস্ফোরণ ঘটানোর আগে ওই ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায় বলেও প্রত্যক্ষদশীরা জানিয়েছেন।
সিরিয়ার নিরাপত্তা সূত্র দাবি করেছে, হামলাকারী ওই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাতে বাধা দেয়। আর এর পরপরই শরীরে বাধা বোমায় বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এর আগে চলতি সপ্তাহেই দামেস্কে হজরত সাকিনা (সা.আ.)'র মাজারের কাছে দু'টি বোমা বিস্ফোরণে অন্তত ৭৪ জন নিহত ও ২০০ জন আহত হয়।#