‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৭ এপ্রিল ২০২৪

৭:৩২:১০ AM
1454384

ভেনিজুয়েলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকে মাজমা মহাসচিব;

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে সর্বোচ্চ নেতার ভূমিকা অনন্য

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেল, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সাথে বৈঠকে বিজ্ঞানের উন্নয়নে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকার কথা উল্লেখ করে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বড় বড় সাফল্যগুলো বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গুরুত্ব প্রদানের কারণেই অর্জিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি তার ভেনেজুয়েলা সফরে দেশটির প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ‘ড. গ্যাব্রিলা রমিরেজে’র সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ‘ড. গ্যাব্রিলা রমিরেজ’ বৈঠকের শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্ষমতা ও অগ্রগতি এবং ইরান ও ভেনিজুয়েলার মধ্যকার কৌশলগত ও সুসম্পর্কের প্রতি ইঙ্গিত করে ইরানের অভিজ্ঞতা ও সক্ষমতা আদান-প্রদানের দাবি জানান।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেল আয়াতুল্লাহ রামাজানী, বিজ্ঞানের উন্নয়নে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকার কথা উল্লেখ করে বলেন:  ইসলামী প্রজাতন্ত্র ইরানের বড় বড় সাফল্যগুলো বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গুরুত্ব প্রদানের কারণেই অর্জিত হয়েছে।

উক্ত বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক প্রতিমন্ত্রী ‘আব্দুল হুসাইন কালান্তারও উপস্থিত ছিলেন। #176