‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৮ এপ্রিল ২০২৪

৩:৩৪:৩৮ AM
1454602

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রীর সাথে একান্ত বৈঠকে আয়াতুল্লাহ রামাজানী;

প্রতিরোধ মুভমেন্টের প্রবাহ মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেল বলেন: প্রতিরোধের প্রবাহ ইরানের সীমানার বাইরে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক স্তরে প্রসারিত হয়েছে এবং অত্যাচারীদের শাসকদের ইচ্ছার বিরুদ্ধে বিশ্ববাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে।

আহলে বাইত (সাঃ) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) সেক্রেটারি জেনারেল আয়াতুল্লাহ রেজা রামাজানি তার ভেনেজুয়েলা সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান হিল পিন্টোর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বৈঠকে উভয় পক্ষ ভূ-রাজনৈতিক বিভিন্ন ইস্যু, মধ্যপ্রাচ্য ও বিশ্বে শক্তির ভারসাম্য, বর্তমানে ঘটমান বিভিন্ন ইস্যুতে ইরানের কার্যকর ভূমিকা, বৈজ্ঞানিক ও প্রযুক্তি বিনিময় জোরদার করার প্রয়োজনীয়তা, নিষেধাজ্ঞার সময় ইরানের সফল অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়াসহ বিশ্বে ইব্রাহিমী ও তওহিদী ধর্মের গুরুত্বপূর্ণ অবস্থান, আন্তঃধর্মীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং মুসলমান ও আহলে বাইত (আ.) এর অনুসারীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন।

 

ইরানের অবস্থান সবসময় মজলুমদের পক্ষে

বৈঠকের শুরুতে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো, আয়াতুল্লাহ রামাজানিকে স্বাগত জানিয়ে বলেন, মানবজাতির প্রধান ও ঐতিহাসিক সংঘাতের মূলে রয়েছে ন্যায় ও অন্যায়ের মধ্যকার দ্বন্দ্ব। তিনি বলেন, ইরানের অবস্থান সর্বদা ন্যায়ের পক্ষে। বিশ্বের নির্যাতিত ও নিপীড়িতদের অধিকার রক্ষায় ইরান সদা সচেষ্ট।

সাম্প্রতিক সময়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান কর্তৃক ইসরাইলকে আদব করা প্রসঙ্গে অভিনন্দন জানিয়ে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের এ সফলতা বিশ্বের সকল ন্যায়কামী নিপীড়িত মানুষের হৃদয়কে আনন্দিত করেছে এবং অন্যদের জন্য এক শিক্ষা স্বরূপ যাতে আগ্রাসীরা ইরানের ধৈর্যের অপব্যবহার না করে।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সেক্রেটারি জেনারেল ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সফলতা প্রসঙ্গে আলোচনা করেন। এ সময় তারা  বিভিন্ন খাতে সাক্ষরিত চুক্তির ধারাগুলো বাস্তবায়ন প্রসঙ্গে, বৈজ্ঞানিক অর্জন বিনিময় বৃদ্ধি, শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, গবেষণা ও সাংস্কৃতিক খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।



প্রতিরোধ মুভমেন্টের প্রবাহ মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে

বৈঠকে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেল আয়াতুল্লাহ রেজা রামাজানি, ন্যায় ও সত্যান্বেষণকে ইহুদি, খ্রিস্টান ও ইসলামসহ সকল আব্রাহামিক ধর্মের সারমর্ম হিসাবে উল্লেখ করে বলেন: সকল আব্রাহামিক ধর্মের শিক্ষা হলো, মিথ্যা অস্তমিত হবে এবং মিথ্যার সকল ফ্রন্টের উপর সত্য বিজয়ী হবে, আর ভবিষ্যত নিপীড়িত ও দুর্বলদের জন্যই।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমার) সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান সময়ে বিশ্ব ন্যায়বিচার ও আধ্যাত্মিকতার জন্য তৃষ্ণার্ত। তিনি বলেন, ইরানের সীমানা ছাড়িয়ে প্রতিরোধের প্রবাহ মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক স্তরে প্রসারিত হয়েছে এবং দিনের পর দিন শক্তিশালী হচ্ছে। পাশাপাশি এ প্রবাহ অত্যাচারী শাসকদের ইচ্ছার বিরুদ্ধে বিশ্বের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

আয়াতুল্লাহ রামাজানী ইসলাম ধর্ম, আহলে বাইত (আ.) এর মাযহাব এবং ইসলামি বিপ্লবের চিন্তাধারায় স্বৈরাচার বিরোধী অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে এটিকে সমস্ত আব্রাহামিক ধর্মের সারাংশ হিসাবে আখ্যায়িত করেন। এ সময় তিনি সত্যপন্থী ফ্রন্টকে শক্তিশালী করণ এবং স্বৈরাচার বিরোধী অবস্থানের বিষয়ে  ইমাম খোমেনি (রহ.) ও সর্বোচ্চ নেতার কেন্দ্রীয় ভূমিকার কথা উল্লেখ করেন।

বৈঠকের শেষ অংশে আহলুল বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেল, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দেশটির মুসলিম সম্প্রদায় ও আহলের বাইত (আ.) এর মাযহাবের ভক্ত ও অনুসারীদের সংশ্লিষ্ট বিষয়াদিকে বিশেষ গুরুত্বের সাথে দেখার অনুরোধ করেন।

উল্লেখ্য যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল হোসাইইন কালান্তারিও ঐ বৈঠকে উপস্থিত ছিলেন।#176