‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৯ এপ্রিল ২০২৪

৮:২৭:০০ AM
1454944

লাতিন আমেরিকার উলামা ও ধর্মীয় সংস্থার পরিচালকদের সমাবেশে আয়াতুল্লাহ রামাজানী;

শত্রুরা চায় শরিয়তকে নির্মূল করতে

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেল বলেছেন: ইসলাম যদি সামাজিক বা রাজনৈতিক অঙ্গনে উপস্থিত না থাকে তবে এর কিছুই অবশিষ্ট থাকবে না। শত্রুরা ইসলামী শরিয়তকে নির্মূল করতে চায়। গুরুত্বপূর্ণ এ বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রাজিলের মুসলমানদের উদ্যোগে আয়োজিত ‘ইসলাম; জীবনমুখী ও সংলাপের ধর্ম’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ব্রাজিল সফর করছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেল আয়াতুল্লাহ রেজা রামাজানি। সম্মেলনের অবকাশে, লাতিন আমেরিকার আলেম সমাজ ও বিভিন্ন ধর্মীয় সংস্থার পরিচালকদের সমাবেশে বক্তৃতাকালে আহলে বাইত (আ.) এর মাযহাবের বিশেষ মর্যাদা ও অবস্থানের কথা উল্লেখ করে বলেন: আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ্ আমাদেরকে আহলে বাইত (আ.) এর মাযহাবের সাথে পরিচয় করিয়েছেন।

তিনি আরো বলেন: ইসলাম ধর্ম সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হওয়ায় আমরা বৃহৎ একটি বিষয়ের মুখোমুখি; এমনটা হবে কেউ ভাবেনি। ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে সবার জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

পশ্চিমাদের আহলে বাইতের মাযহাব বিরোধী অপপ্রচার

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সেক্রেটারি জেনারেলের সংযোজন: আজ মিডিয়া জায়ান্ট পশ্চিমাদেরই দখলে। তারা আহলে বাইত (আ.) এর মাযহাবের অনুসারীদেরকে হিংস্র হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। অথচ আহলে বাইত (আ.) এর মাযহাব হলো ভালবাসা ও দয়ায় ভরপুর।

মোদ্দা কথা হলো, আহলে বাইত (আ.) এর মাযহাবের অনুসারীরা আগ্রাসী ও অত্যাচারী শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এ কারণে তারা শিয়াদের উপর এমন ঘৃণিত বিষয় আরোপ করছে।

ইসলামকে বিকৃত করার চেষ্টার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ রামাজানি বলেন: আজ আমরা ইসলাম ধর্মে আরেকটি বিকৃতির সম্মুখীন। একসময় শত্রুরা ইসলামকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গন থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে ইসলামকে বিকৃত করতে চেয়েছিল, কিন্তু বর্তমানে পশ্চিমারা উদার ইসলাম চালু করার পায়তারা করছে।

আহলে বাইত (আ.) ওয়ার্ল্ড অ্যাসেম্বলির সেক্রেটারি জেনারেল আহলে বাইত (আ.) এর মাযহাবের পরিচয় তুলে ধরা মুবাল্লিগগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব -এ কথা উল্লে করে বলেন: বিষয়টি এমন নয় যে, কয়েকটি হাদিস পড়েই আমরা ইমামগণ (আ.) এর কথা বুঝতে সক্ষম হব; হজরত আমীরুল মুমিনীন (আ.) এক রেওয়ায়েতে বলেছেন: ‘বিষয়টি (আমাদের মর্যাদা ও ইমামত) এরচেয়েও কঠিন এবং কেউ এ কথা স্বীকার করতে পারবে না; তবে যদি মুকাররাব ফেরেশতা অথবা প্রেরিত নবী অথবা মহান আল্লাহ্ যার অন্তরকে ঈমানের জন্য পরিশুদ্ধ করেছেন এমন বান্দা হলে (তাদের কথা আলাদা)।’

আয়াতুল্লাহ রামাজানি বলেন: ‘আহলে বাইত (আ.) এর ইসলাম কি’ -এ প্রসঙ্গে অন্যদেরকে জানাতে চাই। আমাদের উচিত যুবসমাজকে আহলে বাইত (আ.) এর মাযহাবের সাথে পরিচিত করানো।

আহলে বাইতের অনুসারীদের আচরণ; আহলে বাইতের মাযহাবের পরিচায়ক

তিনি আরো বলেন: ইমাম মুসা সাদের খুব সুন্দর একটি বাণী রয়েছে। তিনি বলতেন, আমরা যদি অমুসলিমদের নিকট আমিরুল মু’মিনন (আ.) এর পরিচয় তুলে ধরতে চাই, তবে ইতিহাস পড়ে অথবা কুরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে তা সম্ভব নয়; কারণ তারা কুরআন মানে না। বর্তমান সময়ে আমরা নিজেদের আচরণের মাধ্যমেই ইমাম আলী (আ.) এর কথা ও কর্মের পরিচয় অমুসলিমদের সামনে উপস্থান করতে পারি, এটাই একমাত্র একমাত্র পথ।

হযরত আমিরুল মু’মিনীন (আ.) থেকে নাহজুল বালাগাহতে বর্ণিত হয়েছে: وَ لکِن اَعینونی بِوَرَعٍ وَ اجتِهادٍ وَ عِفَّةٍ وَ سُدادٍ  ‘তাকওয়া ও খোদাভীরুতা, (সৎ ও পবিত্রভাবে বেঁচে থাকার জন্য) চেষ্টা-প্রচেষ্টা এবং ইফফাত (নৈতিক সূচিতা) ও সৎ পথে চলার মাধ্যমে আমাকে সাহায্য করো।’ যদি ইমাম আলী (আ.) এর পরিচয় সঠিকভাবে তুলে ধরা যায় তিনি বিশ্ববাসীর কাছে প্রিয়পাত্র হয়ে উঠবেন। ইমাম আলী (আ.) এর সঠিক পরিচয় তুলে ধরতে পারলে, পৃথিবীতে কী ঘটবে? জুলুম থাকবে না, সম্পদের সুষ্ঠুভাবে বন্টন হবে, দারিদ্র নির্মূল হবে, এছাড়া এর মত আরও অনেক ঘটনা।#176