‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৩ মে ২০২৪

১:৫৮:৫২ PM
1455909

ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দিয়েছে তুরস্ক: রিপোর্ট

অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্ক ইসরাইলের সঙ্গে সবরকম বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

দু’জন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার ব্লুমবার্গ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে তুরস্ক। তবে এ সম্পর্কে তুর্কি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইহুদিবাদী ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজাবাসীর বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করে যার ফলে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার নিরপরাধ মানুষ নিহত ও ৭৭ হাজারের বেশি লোক আহত হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত সাত মাস ধরে তেল আবিবের এ অপরাধযজ্ঞের প্রচণ্ড সমালোচনা করা আসলেও তিনি ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন কিংবা তেল আবিবকে রসদ সরবরাহ বন্ধ করেননি।

অবশ্য জনমতের প্রবল চাপে গতমাসে প্রথমবারের মতো ইসরাইলে ৫৪টি পণ্য রপ্তানি বন্ধ করে আঙ্কারা। সে সময় প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, ইসরাইলের সঙ্গে তার দেশ আর ‘ঘণিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক’ বজায় রাখবে না।

তিনি ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন ‘সম্পূর্ণ বন্ধ’ করে দেয়ার কোনো ইঙ্গিত দেননি। তবে তিনি বলেছিলেন, গাজা উপত্যকায় ‘আগ্রাসন ও গণহত্যা’ বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়বে।

তুর্কি প্রেসিডেন্ট তেল আবিবকে সতর্ক করে দিয়ে আরো বলেছিলেন, তার দেশে অবস্থানকারী হামাস নেতাদের কিছু হলে ইসরাইলকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

হামাস নেতা ইসমাইল হানিয়া গত ২০ এপ্রিল আঙ্কারায় এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন। কাতারের রাজধানী দোহায় হামাসের প্রবাসী সদরদপ্তর অবস্থিত হলেও ইসমাইল হানিয়া গত ২০ এপ্রিলের পর থেকে তুরস্কেই অবস্থান করছেন। #


342/