‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৭ মে ২০২৪

৬:০২:০৭ PM
1456863

গাজা গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালি সরকারের বিরুদ্ধে মামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তাতে সহযোগিতা করার অভিযোগে ইতালি সরকারের বিরুদ্ধে রোমের আদালতে মামলা করেছেন একদল আইনজীবী। এই আইনজীবী দলের মধ্যে কয়েকজন স্থানীয় এবং কয়েকজন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক রয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলের কাছে ইতালি সরকার যাতে অস্ত্র বিক্রি করতে না পারে সেজন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ারও দাবি জানানো হয়েছে মামলার আর্জিতে। 

আইনজীবীরা আরো দাবি করেছেন, ইতালি ১৯৪৮ সালের যুদ্ধাপরাধ কনভেনশন লঙ্ঘন করেছে কিনা এবং গাজায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধমূলক আগ্রাসনে সহযোগিতা করার জন্য ইতালি অপরাধী কিনা তা ঘোষণা করতে হবে। 

মামলা দায়েরের পর আইনজীবীরা বলেছেন, “গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পরপরই এই মামলা দেয়া উচিত ছিল। সব ধরনের বলদর্পিতা এবং ফৌজদারী অপরাধ অবসানের লক্ষ্য নিয়ে আমরা আদালতে এই মামলা দায়ের করেছি যাতে বিশ্বের কোথাও এ ধরনের গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত হতে না পারে।”#


342/