‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৭ মে ২০২৪

৬:০৫:০৯ PM
1456865

চলতি বছর ইউক্রেন এক লাখ ১০ হাজার সেনা হারিয়েছে

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, চলতি বছর ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এক লাখ ১০ হাজারের বেশি সেনা হারিয়েছে। গতকাল শুক্রবার রুশ মন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার এ শীর্ষ কর্মকর্তা বলেন, সমস্ত ফ্রন্ট লাইনে রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের প্রতিরক্ষা অবস্থান তছনছ করে চলেছে। চলতি বছর রুশ সেনারা ইউক্রেনের কাছ থেকে ৫৪৭ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে বলেও তিনি দাবি করেন। 

সের্গেই শোইগু অভিযোগ করেন, সমস্ত খরচ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা এবং তার মিত্ররা কিয়েভকে অব্যাহতভাবে চাপ দিচ্ছে। এর ফলে, পুরো এপ্রিল জুড়ে ইউক্রেনে প্রতিদিন অন্তত এক হাজার সেনা হতাহতের শিকার হয়েছে। 

রুশ প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, উচ্চহারে ক্ষয়ক্ষতির কারণে ইউক্রেন সেনা মোতায়েনের প্রচেষ্টা বাড়িয়েছে কিন্তু ইউক্রেনের লোকজন যুদ্ধ করতে চায় না; তাদেরকে জোর করে ফ্রন্ট লাইনে পাঠানো হচ্ছে এবং নিশ্চিত মৃত্যু হচ্ছে। সের্গেই শোইগু বলেন, পশ্চিমা অর্থ ও সামরিক সহায়তার লোভে ইউক্রেন তার জনগণকে বলি দিচ্ছে।  

342/