‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৮ মে ২০২৪

৫:২২:১৫ PM
1457135

মিশরে ইসরাইলি সামরিক কর্মকর্তাদের টার্গেট করে আরেক জেনারেলকে হত্যা

খবরে বলা হয়েছে, মিশরের আলেকজান্দ্রিয়ায় ইসরাইলের একজন জেনারেলকে চিহ্নিত করে তাকে হত্যা করা হয়েছে।

কোনো কোনো সূত্র জানিয়েছে, আলেকজান্দ্রিয়া শহরের একজন মিশরীয় তরুণ ইসরাইলের ওই জেনারেলকে টার্গেট করেছিল যে কিনা একজন ব্যবসায়ী হিসাবে কাজ করছিল,  তাকে একটি হাল্কা অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

ইসরাইলের টিভি 'চ্যানেল-টুয়েলভ' মিশরের আলেকজান্দ্রিয়া শহরে একজন ইসরাইলি ব্যবসায়ীর নিহত হওয়ার খবর দিয়েছে।  

হিব্রু ভাষার কান চ্যানেলও খবর দিয়েছে যে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ইসরাইলি ব্যক্তিকে হত্যার ঘটনা তদন্ত করবে।

আল-আকসা ঝড় অভিযান এবং এরপর গাজায় ইসরাইলি সেনাদের আক্রমণের পর থেকে, ইসরাইলের সামরিক বিষয়ের সাথে জড়িত কিছু ব্যক্তিত্বকে চিহ্নিত করা হয়েছে এবং মিশরীয় জনপ্রিয় একটি গোষ্ঠী তাদেরকে টার্গেটে রেখে সুযোগ মতো হামলা চালাচ্ছে। এরই মধ্যে কয়েক জনকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে।

গত বছরের অক্টোবরে, গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর, একজন মিশরীয় পুলিশ তার অস্ত্র দিয়ে ইসরাইলিদের একটি স্পেশাল টিমের ওপর গুলিবর্ষণ করে এবং এতে  ৬ জন ইসরাইলি নিহত হয়।

অন্যদিকে, রাফায় ইসরাইলি সেনাবাহিনীর স্থল অভিযান শুরু হওয়ার পর এ বিষয়ে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে মিশর সরকার। 

বুধবার, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে সতর্ক করে বলেছে যে, রাফা শহরে ইসরাইলের সামরিক অভিযান এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে।

ওই বিবৃতিতে ফিলিস্তিনের রাফাহ শহরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বলা হয়েছে, এই বিপজ্জনক পদক্ষেপ দশ লাখেরও বেশি ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

এদিকে, ফিলিস্তিনের যোদ্ধারা রাফা শহরে ইসরাইলি সেনাদের স্থল অভিযানের ফলে যে কোনও ভয়াবহ মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে ইসরাইল স্থল অভিযান চালানোর সময় বেসামরিক নাগরিকদের ওপর  ভয়াবহ অপরাধযজ্ঞ চালাতে পারে এবং যে কোনো বিপর্যয়কর পরিস্থিতির জন্য অবশ্যই মার্কিন সরকারসহ পশ্চিম সরকারগুলো দায়ী থাকবে। তবে ইসরাইলের রাফা অভিযান বিনা জবাবে পার পাবে না এবং তারা ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে।

এদিকে, মিশর সীমান্তবর্তী রাফার কিছু অংশে ইসরাইলের স্থল আক্রমণ শুরুর পর স্যাম ইউসেফ নামে একজন বিশিষ্ট মিশরীয়-আমেরিকান গবেষক তার এক টুইটবার্তায় ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে মিশরীয় সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন। কেননা ইসরাইলের এ পদক্ষেপ মিশরের সার্বভৌমত্বের জন্যও হুমকি স্বরূপ।#