‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৮ মে ২০২৪

৫:২২:৩৯ PM
1457136

‘নেতানিয়াহু শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয় বরং পুরো বিশ্বের সাথে যুদ্ধ করছেন’

ফিলিস্তিনের ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির প্রধান মুস্তাফা বারগুসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে আগ্রাসন চালিয়ে শুধুমাত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেননি বরং সারাবিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করছেন।

গতকাল (মঙ্গলবার) ইরানের প্রেস টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, কাতার ও মিশরের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করেছে, সেই একই প্রস্তাব ইহুদিবাদী ইসরাইল আগে গ্রহণ করেছিল। কিন্তু হামাস গ্রহণের পর তাতে কোনো পরিবর্তন না আনা সত্ত্বেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করছেন।

মুস্তাফা বারগুসি বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা দাবি করে আসছিল যে, হামাস যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে বাধা সৃষ্টি করছে কিন্তু হামাস এই চুক্তি গ্রহণের মধ্যদিয়ে আমেরিকা এবং ইসরাইলকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। 

ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির প্রধান আরো বলেন, “নেতানিয়াহু খুবই বিপজ্জনক অবস্থায় আছেন কারণ গাজায় তার সমস্ত হামলা ব্যর্থ হয়েছে। শক্তি প্রয়োগের মাধ্যমে তিনি ইসরাইলের কোনো বন্দিকে গাজা থেকে ফিরিয়ে আনতে পারেননি। গাজা উপত্যকার ওপর ইসরাইল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এছাড়া, হামাসকে প্রতিশ্রুতি অনুযায়ী নির্মূলও করতে পারেনি। সামগ্রিকভাবে নেতানিয়াহু তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি।”

মুস্তাফা বারগুসি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী এখন রাফায় আগ্রাসন চালিয়ে তার ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। কিন্তু এই আগ্রাসন হবে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইসরাইলি আগ্রাসনে ছোট ও ঘনবসতিপূর্ণ রাফাহ শহর সম্পূর্ণ ধ্বংস হবে এবং সবচেয়ে নিকৃষ্ট গণহত্যা সেখানে সংঘটিত হবে বলে আশঙ্কা করেন মোস্তফা বারগুসি।#


342/