‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৮ মে ২০২৪

৫:৩১:৩১ PM
1457147

ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বসতবাড়ি থেকে উৎখাত করা যুদ্ধাপরাধ

জাতিসংঘ মানবাধিকার দপ্তর বলেছে, আন্তর্জাতিক আইনের আওতায় অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের কঠোরভাবে বাধ্যবাধকতা রয়েছে।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি জনগণের চিকিৎসা সুবিধা, পর্যাপ্ত খাদ্য, সুপেয় পানি এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। তিনি বলেন, এই দায়িত্ব পালন না করা এবং গাজার জনগণকে বসতভিটা থেকে উৎখাত করা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। 

রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন সম্পর্কে শামদাসানি বলেন, এক্ষেত্রে জোরালো ইঙ্গিত রয়েছে যে, ইসরাইল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। 

গতকাল (মঙ্গলবার) রাফাহ শহরে ইসরাইল সারা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে সীমিত পরিসরে আগ্রাসন চালায়। দখলদার সেনারা রাফাহ ক্রসিং এবং কারেম শালোম চেকপয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণের নেয়। আশঙ্কা করা হচ্ছে, ইসরাইলের আগ্রাসনে রাফাহ শহরে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা সংগঠিত হবে।#


342/