‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৯ মে ২০২৪

৩:২০:৫৪ AM
1457255

উম্মতে ওয়াহদার প্রধান:

ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, সত্যকে সমুন্নত করার লক্ষ্যে সংগ্রামের ধর্ম

হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ আমিন শাহিদী বলেন, উপনিবেশবাদী শক্তিগুলো ‘রাজনৈতিক ইসলাম’ নামে একটি শিরোনাম মূল ইসলামের পাশে দাঁড় করিয়েছে; আর মূল ইসলামকে গৃহ, মসজিদ ও মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ এবং সঠিক ইসলাম হিসাবে পরিচয় করিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): উম্মতে ওয়াহদা পাকিস্তানের প্রধান হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ আমিন শাহিদী বলেন: পূর্ববর্তী ও বর্তমান তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক পার্থক্য প্রত্যক্ষ করছি, বর্তমানে আমাদের যুবকদের অনেকেই স্ব-স্থান থেকে নিজ নিজ ভূমিকা পালনে প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, যুবকদের মধ্যে শক্তি ও অনুসন্ধানের সঠিক দিকনির্দেশনার ফল হচ্ছে আন্দোলন ও সচেতনতা, যার জীবন্ত উদাহরণ হচ্ছে ইমাম খোমেনির (রহ.) বৈপ্লবিক আন্দোলন।

মুহাম্মাদ আমিন শাহিদী বলেন, ইমাম খোমেনি (রহ.) অন্যতম দক্ষতা হচ্ছে, তিনি যুবকদেরকে নিজের বিপ্লবের জন্য নির্বাচন করে তাদের চিন্তা, শক্তি ও সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি বাদশাহি ও স্বৈরাচারী শাসনব্যবস্থার সমাপ্তি ঘটান।

উম্মতে ওয়াহদা পাকিস্তান-এর প্রধান আরও বলেন, ইরাকে থাকাকালীন সময়ে ইমাম খোমেনির (রহ.) নিকট জানতে চাওয়া হয়, আপনি যে সৈনিক দিয়ে বিপ্লব করতে চান তাদেরকে তো দেখা যায় না। কিন্তু ১৫ বছর পর ১৮ ও ২০ বছরের যুবকরা যারা পথেঘাটে খেলাধুলা করতো, তারাই বিপ্লবের সময় শক্তিশালী ও সমাজ সচেতন সৈনিক হিসেবে প্রকাশ্যে আসে। এই দক্ষতা ইমাম খোমেনির মাধ্যমে তৈরি হয়েছে। একটি দেশের কোন অংশই সচেতন যুব-সমাজের ন্যায় শক্তিশালী হতে পারে না।

তিনি বলেন, বর্তমানে যুব-সমাজ যেসকল চ্যালেঞ্জসমূহের সম্মুখীন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাগত চ্যালেঞ্জ হচ্ছে, তাদের চিন্তাভাবনা ও শিক্ষাব্যবস্থা, মিডিয়া, মোবাইল অ্যাপ্লিকেশন এবং সোশ্যাল মিডিয়ার অপরিহার্য ভূমিকা পালন করা। কিন্তু দুঃখজনকভাবে এগুলোর নিয়ন্ত্রণ উপনিবেশবাদদের হাতে এবং কোনটাই মুসলমানদের হাতে নেই। অর্থাৎ নিজেদের সময়গুলোকে মোবাইল ও ইন্টারনেটের পিছনে ব্যয় করছেন কিন্তু তাদের নিকট থেকে যা আহার করছেন তা আপনার জন্য উপযুক্ত নয়। মূলতঃ উপনিবেশবাদ যুব-সমাজের স্বার্থ ও বিশ্বাসসমূহকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। আমাদের তরুণ প্রজন্মের উদ্বেগ নিয়ন্ত্রিত এবং শুধুমাত্র মসজিদ ও মাদ্রাসার মাঝে সীমাবদ্ধ। কিন্তু ইসলাম তো শুধুমাত্র ইবাদতের ধর্ম নয়, বরং এটি সত্যকে সমুন্নত করার লক্ষ্যে সংগ্রাম করার ধর্ম।

তিনি আরও বলেন, উপনিবেশবাদ ‘রাজনৈতিক ইসলাম’ নামে একটি শিরোনাম মূল ইসলামের পাশে দাঁড় করিয়েছে; আর মূল ইসলামকে গৃহ, মসজিদ ও মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ এবং সঠিক ইসলাম হিসাবে পরিচয় করিয়েছে।

আল্লামা আমিন শাহিদী বলেন, উপনিবেশকারী শক্তির অন্যতম উদ্দেশ্য হচ্ছে অন্যান্য দেশগুলোকে অপেক্ষমাণ অবস্থায় রাখা। এমন পরিস্থিতিতে বর্তমান যুব-সমাজ জীবিকার বিষয়ে উদ্বিগ্ন, বিবাহ ও ব্যক্তিগত ইচ্ছার বিষয়ে বিভ্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করার অবকাশ বা অন্য কিছু করার সময়ও নেই। অবশেষে সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য, দেশের রাজনীতির প্রতি উদাসীন হয়ে, একটি যান্ত্রিক জীবন পরিচালনা করতে বাধ্য হয়।#176A