$icon = $this->mediaurl($this->icon['mediaID']); $thumb = $this->mediaurl($this->icon['mediaID'],350,350); ?>

মুসলমানরা তোমরা আলী ও হুসাইনে’র সাথে থাকো : ইরাকের সুন্নি আলেম

  • News Code : 307824
  • Source : ফারস নিউজ
ইরাকের প্রখ্যাত এক সুন্নি আলেম, যারা ইমাম আলী (আ.) কে এবং মুয়াবিয়া ও ইয়াযিদকে এক কাঁতারে দাঁড় করায় তাদের তীব্র সমালোচনা করে বলেছেন : মুসলমানরা হয় আলী’র সাথে বা মুয়াবিয়া’র সাথে অথবা হুসাইনে’র সাথে বা ইয়াযিদের সাথে। আমি মুসলমানদেরকে আলী ও হুসাইন আলাইহিমাস সালাম এর সাথে থাকার জন্য আহবান জানাচ্ছি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের প্রখ্যাত সুন্নি আলেম ‘শেইখ আহমাদ আল-কুসাইবী’ টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে, যারা ইমাম আলী (আ.) কে এবং মুয়াবিয়া ও ইয়াযিদকে এক কাঁতারে দাঁড় করায় তাদের তীব্র সমালোচনা করে বলেছেন : মুয়াবিয়াই একমাত্র ব্যক্তি যে, প্রকাশ্যে মেম্বর হতে কোন সাহাবী’র অবমাননা করেছে।

তিনি বলেন : মুয়াবিয়া বিন আবি সুফিয়ান তার শাসনামলে নিজের মেম্বর হতে আলী ইবনে আবি তালিবের উপর গালি-গালাজ করার নির্দেশ দেন।

ইরাকি এ সুন্নি আলেম বলেন : মুসলমানরা একই সময় আলী ও তাঁর হত্যাকারী’র অনুসারী এবং হুসাইন ও তাঁর হত্যাকারী’র অনুসারী হতে পারে না; মুসলমানরা হয় আলী’র সাথে নতুবা মুয়াবিয়ার সাথে অথবা হুসাইনের সাথে বা ইয়াযিদের সাথে। আর আমি আলী ও হুসাইন আলাইহিমাস সালামের সাথে থাকার জন্য মুসলমানদেরকে আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, ইরাকের ‘জামিয়্যাতে উলামায়ে ইসলামী’র সভাপতি ‘শেইখ আহমাদ আল-কুবাইসী’, ইরাকের পশ্চিম অঞ্চলের সুন্নি অধ্যুষিত প্রদেশ আল-আম্বারে জন্মগ্রহণ করেন, তিনি ইসলামি শরিয়তের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করার পর ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন চ্যানেল হতে প্রচারিত ইসলামি অনুষ্ঠানসমূহে উপস্থিত হয়ে আলোচনা করেন।#