$icon = $this->mediaurl($this->icon['mediaID']); $thumb = $this->mediaurl($this->icon['mediaID'],350,350); ?>

আল-কায়েদা ও বিন লাদেনের বন্দনায় সিরিয়ার বিদ্রোহীরা

  • News Code : 378609
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও এ গোষ্ঠীর সাবেক প্রধান ওসামা বিন লাদেনের প্রশংসা করে গান গাইছে বলে নতুন এক ভিডিওতে দেখা গেছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও এ গোষ্ঠীর সাবেক প্রধান ওসামা বিন লাদেনের প্রশংসা করে গান গাইছে বলে নতুন এক ভিডিওতে দেখা গেছে।

নতুন এই ভিডিও শুক্রবার অন লাইনে ছাড়া হয়েছে। এ ভিডিওতে দেখা যাচ্ছে, ৯/১১ নামে পরিচিত আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ওসামা বিন লাদেনের প্রশংসা করে গান গাইছে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা।

প্রায় দেড় বছর ধরে সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতা চলছে। বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সরকার-বিরোধী ততপরতার পাশাপাশি সাধারণ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। বিদ্রোহীদের চোরাগোপ্তা ও আত্মঘাতী বোমা হামলায় সিরিয়া হারিয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্টকে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বহুবার বলেছেন- ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব, কাতার, তুরস্ক এবং আমেরিকা এসব সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিচ্ছে।#রেডিও তেহরান