$icon = $this->mediaurl($this->icon['mediaID']); $thumb = $this->mediaurl($this->icon['mediaID'],350,350); ?>

আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচন

  • News Code : 430125
  • Source : IRIB
Brief

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত খবরাখবর ফলাও করে প্রচার করেছে।

বার্তা সংস্থা আবনা : আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত খবরাখবর ফলাও করে প্রচার করেছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোসহ পাশ্চাত্যের গণমাধ্যমগুলো বিভিন্ন রিপোর্ট ও প্রতিবেদনে ইরানের নির্বাচনে জনগণের ব্যাপক ও নজিরবিহীন উপস্থিতি সংক্রান্ত খবরকে শীর্ষে স্থান দিয়েছে।

আমেরিকার বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস ইরানের সর্বস্তরের মানুষের নির্বাচনে অংশগ্রহণের কথা উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বক্তব্য সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার কঠোর প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এ ছাড়া, বিবিসি, ফ্রান্স, জাপানের এনএইচকে, আল-জাজিরা, আল মিয়াদিন ও আল-আরাবিয়ার মত খ্যাতনামা গণমাধ্যমগুলোও নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতির বিষয়ে খবর প্রকাশের পাশাপাশি মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বক্তব্যের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতার তীব্র প্রতিক্রিয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

জাপানের এনএইচকে টিভি চ্যানেল জানিয়েছে, নির্বাচনে জনগণের উপস্থিতি এতটাই বেশি ছিল যে, কর্মকর্তারা ভোট গ্রহণের সময় আরো পাঁচ ঘণ্টা সময় বাড়াতে বাধ্য হয়। মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছে, ধারণাতীত ভোটার প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ইউরো নিউজ টিভি চ্যানেল জানিয়েছে, ভোটার সংখ্যা এতবেশি ছিল যে কর্তৃপক্ষ ভোট গ্রহণের সময় বাড়াতে বাধ্য হয়। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে বিবিসি বলেছে, ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন সৃষ্টি হয় এবং ভোট গ্রহণের সময় আরো ৫ ঘণ্টা বাড়ানো হয়। এনবিসি টিভি চ্যানেল ইরানের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির বিষয়টিকে তাদের শীর্ষ শিরোনামে স্থান দেয়। এ চ্যানেলটি বলেছে, ইরানের জনগণ প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের স্থলাভিষিক্ত কাউকে নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে এসেছে। তেহরানে অবস্থিত এই টিভি চ্যানেলের সাংবাদিক তার প্রতিবেদনে লিখেছেন, যদিও দিনের শুরুতে প্রথম কয়েক ঘণ্টা ভোটারের সংখ্যা কম ছিল কিন্তু সময় যতই গড়াতে থাকে ভোটারের সংখ্যা ততই বাড়তে থাকে।

ইরানে ভোট গ্রহণের শুরু থেকেই বিশ্বের সমস্ত গণমাধ্যমের নজর ছিল নির্বাচনের দিকে এবং তারা নির্বাচন সংক্রান্ত খবরা খবরকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে প্রচার করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। এ সংক্রান্ত খবরে গার্ডিয়ান ইরানের সর্বস্তরের লাখ লাখ মানুষের ভোট দেয়ার কথা উল্লেখ করে লিখেছে, ভোট গ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ ভোট কেন্দ্রে গেছে।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে স্পেশাল প্রতিবেদনে লিখেছে, প্রতি মুহূর্তে ভোট গণনার ফলাফল জনগণকে অবহিত করা হয়েছে। দৈনিকটি নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কথা উল্লেখ লিখেছে, কর্তৃপক্ষ কয়েক দফা ভোট গ্রহণের সময় বাড়াতে বাধ্য হয়। সংযুক্ত আরব আমিরাতের বহুল প্রচারিত দৈনিক গালফ নিউজ লিখেছে, নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। দৈনিকটি আরো লিখেছে, পরবর্তী প্রেসিডেন্ট অর্থনৈতিক সমস্যাসহ বহির্বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে ইরানের জনগণ আশা করছে। গালফ নিউজ আরো লিখেছে, কেউ ভাবতেও পারেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এত মানুষ উপস্থিত হবে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক পাকিস্তান টু-ডে লিখেছে, ইরানের নির্বাচনে মানুষের মধ্যে আলাদা উতসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাকিস্তানের এ দৈনিকটি এত বেশি সংখ্যক মানুষের উপস্থিতিকে ইরানের সর্বোচ্চ নেতার জন্য বিরাট বিজয় হিসেবে উল্লেখ করে লিখেছে, তিনি নির্বাচনে অংশ নেয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছিলেন।