ইরাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ‘সুযি রামযি’ নামক এক খ্রিষ্টান নারী। তিনি আয়াতুল্লাহ ইয়াকুবি’র কার্যালয়ে উপস্থিত হয়ে শাহাদাতাইন পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ‘যায়নাব’ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নেন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ আল-উজমা মুহাম্মাদ ইয়াকুবি’র (হাফে.) দপ্তরে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইরাকের খ্রিষ্টান নারী ‘সুযি রামযি’।
আয়াতুল্লাহ আল-উজমা মুহাম্মাদ ইয়াকুবি’র কার্যালয় প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘শেইখ মাজিদ আল-আবুদি’র উপস্থিতিতে শাহাদাতাইন পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় তিনি নতুন নাম হিসেবে ‘যায়নাব’ নামটিকে নিজের জন্য বেছে নেন এবং আহলে বাইত (আ.) এর মাজহাবকে নিজের অনুকরণীয় মাযহাব হিসেবে গ্রহণ করেন।
প্রসঙ্গত, হাদিয়া হিসেবে একটি কুরআন মাজিদ এবং আয়াতুল্লাহ ইয়াকুবি রচীত ‘তাফসিরে নূর’ এ নও মুসলিমকে প্রদান করেন শেইখ আল-আবুদি।#176