হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে সাতক্ষীরায়।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নূরনগর ইউনিয়নে নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে।
ঐ এলাকায় অবস্থিত গুলশানে যাহরা (সা. আ.) ইমামবাড়িতে গতকাল (রোববার, ১৯ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জুলফিকার আলী।
এতে প্রধান আলোচনা উপস্থাপন করেন নূরনগর শিয়া মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম মোঃ সাজেদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জনাব মোঃ রমজান আলী ও জনাব রওশন আলী।#


