আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ১৭/০১/২০২১ তারিখের নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’-এর প্রথম পর্ব শুনলাম। নাসির মাহমুদ ও রেজোয়ান হোসেন-এর উপস্থাপনায় অনবদ্য ও প্রয়োজনীয় এ অনুষ্ঠানে আজকের শিশুকে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।
আগামী দিনের সফল ও আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে স্বামী ও স্ত্রী নির্বাচনের পাশাপাশি পারিবারিক ইতিহাস ও ঐতিহ্যকেও গুরুত্ব দেয়া হয়েছে। কারণ বাবা-মায়ের খোদাভীরুতা ও আদর্শিক বিষয়গুলো শিশুর ওপর বর্তায় এবং গভীর প্রভাব ফেলে। এজন্যে স্বামী ও স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন বলে জানতে পারলাম আজকের অনুষ্ঠানে।
রেডিও তেহরানের মূল্যবান এ ধরনের পরিবেশনাগুলো সত্যি অনবদ্য। এসকল আলোচনা থেকে ভবিষ্যৎ নাগরিক হিসেবে আজকের শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়তে রেডিও তেহরান-এর দিকনির্দশনামূলক এ অনুষ্ঠানটি আমাদের কাজে লাগবে বলে মনে করি।
আশা করি পরবর্তী পর্বগুলো থেকে আরো বেশি ও সুন্দর সুন্দর দিকনির্দেশনা প্রদান করবেন যা আমাদের চাহিদার আকাঙ্ক্ষাকে পূর্ণ করবে বলে বিশ্বাস রাখি।
সবাই ভালো ও সুস্থ থাকুন, এ কামনায়। ধন্যবাদান্তে,
এস এম নাজিম উদ্দিন
সভাপতি
ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা সংঘ
পশ্চিম বঙ্গ, ভারত।
342/