আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইন্দোনেশিয়ার খ্যাতিমান ক্বারি ‘শাইখ জাফার আব্দুর রহমান’ কুরআন তেলাওয়াতরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ সময় তার তেলাওয়াত সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। তিনি সূরা মুলকে’র দ্বিতীয় আয়াত তেলাওয়াতের পর পরবর্তী আয়াত আর তেলাওয়াত করতে পারেননি এবং তৃতীয় আয়াত শেষ করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সূরা মূলকের দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে : ‘যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।’ এ আয়াতটি তেলাওয়াতের পর আস্তে আস্তে তার কণ্ঠরোধ হয়ে যায় এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।#