আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগের সকল উপস্থাপক, যন্ত্রকৌশলী, এডিটর ও রিপোর্টারসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি ভাল আছেন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রেডিও তেহরানের শ্রোতারা যেসব কারণে রেডিও তেহরান শোনেন, তা হল......
১. সঠিক বিশ্ব সংবাদ ও বিশ্ব ব্যবস্থার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিষয়ে জানা।
২. আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঠিক চরিত্র সম্পর্কে জানা।
৩. মহান আল্লাহ ও পবিত্র কুরআন সম্পর্কে সঠিক জ্ঞানলাভ ও ঈমান বৃদ্ধির জন্য।
৪. নবী (স.) রাসুলগণ (আ) সম্পর্কে সকল ভ্রান্তি দূর করে সঠিক জ্ঞান অর্জন ও বেলায়েতের ধারা সম্পর্কে জানা।
৫. ইমাম মাহদী (আ) সম্পর্কে জানা।
৬. বিজ্ঞান, বিজ্ঞান ও ধর্মের যোগসূত্র জানা।
৭. আহলে বাইত (আ) সম্পর্কে সঠিক জ্ঞান লাভ।
৮. চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কে জানা।
৯. ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির পথ জানা।
১০. চিকিৎসা, স্বাস্থ্য ও সঠিকভাবে জীবনযাপনের উপায় খুঁজে পাওয়া।
১১. ইরান সম্পর্কে জানা ও বিশ্ব রাজনীতিতে ইরানের সাথে থাকা।
এখানে উল্লেখ্য এই যে, প্রিয়জন আসর প্রশ্নোত্তরের মাধ্যমে ইরানকে জানার একটি সহজ উপায় হতে পারে।
‘পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার, আমার’- এই কামনা ব্যক্ত করে আজকের মত বিদায় নিলাম। খোদা হাফেজ।
ফিরোজ আলম
প্রভাষক (পদার্থ বিজ্ঞান)
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ।
টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ।
342/