‘আহলে বাইত বার্তা সংস্থা’

We are all Zakzaky

সংবাদ সম্মেলনে মাজমা’র মহাসচিব:
মুসলমানরাই বেশিরভাগ সহিংসতার শিকার / জনসেবার জবাবে কি যাকযাকি এমন জুলুমের শিকার?
নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা’র শারীরীক অবস্থার সম্পর্কে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব জানিয়েছেন: চিকিৎসকদের ভাষ্যমতে শেইখ যাকযাকি’র অবস্থা এখনও সংকটাপূর্ণ। ২০১৫ সালে হামলার ঘটনায় তার শরীরে গুলিবিদ্ধ হওয়ার স্থানগুলোর ক্ষত এখনো সেরে ওঠেনি। তিনি এক চোখের দৃষ্টি হারিয়েছেন। পাশাপাশি ব্লাড পয়জনিংসহ বিভিন্ন সমস্যার কারণে জরুরী ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান প্রয়োজন।
২৮ ডিসেম্বর, ১৯ ১১:১৫ PM