$icon = $this->mediaurl($this->icon['mediaID']);
$thumb = $this->mediaurl($this->icon['mediaID'],350,350);
?>
ইমাম হুসাইন (আ.) এর চেহলাম - ১৭
আরবাইনের পদযাত্রায় যায়েরদের সেবা (ছবি)
নভেম্বর ২৩, ২০১৬ - ৭:১১ AM
- News Code : 793658
- Source : ABNA
ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার (চেহলাম) অনুষ্ঠানে যোগ দিতে আসা যায়েরদেরকে খাদ্য ও আবাসন সেবার পাশাপাশি বিভিন্ন পেশার মানুষেরা যায়েরদেরকে বিনামূল্যে বিভিন্ন সেবা দিয়ে থাকেন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: প্রতিবছর ইমাম হুসাইন (আ.) এর চেহলামের সময় নাজাফ থেকে কারবালা শহরের ৮৫ কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দেয় যায়েররা। এ পথে বিনামূল্যে খাদ্য ও আবাসন সেবার পাশাপাশি বিভিন্ন পেশার মানুষেরা যায়েরদেরকে বিনামূল্যে বিভিন্ন সেবা দিয়ে থাকেন।
ছবি : আলী আকবার দানেশ রাদ
আপনার মন্তব্য প্রেরণ করুন