আবনা ডেস্ক: ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে হস্তক্ষেপমূলক, একদেশদর্শী ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ব্রিটিশ মন্ত্রী দু’দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে কথা বলেছেন।
সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জয়েস অ্যানেলে ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নজানিন জাকারির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইরানে ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে গত বছর তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাকারিকে আটক করা হয়।
নিম্ন আদালত জাকারিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর গত রোববার উচ্চ আদালতও সে দণ্ড বহাল রাখে। আদালতের এ রায় ঘোষিত হওয়ার পর ইরানের মানবাধিকার প্রশ্নে কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর প্রতিক্রিয়ায় কাসেমি তার দেশের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেয়ার ব্যাপারে ব্রিটিশ মন্ত্রীকে সতর্ক করে দেন। তিনি বলেন, বিশ্বব্যাপী মানবাধিকারের চরম লঙ্ঘনকারী ব্রিটেনের মুখে মানবাধিকারের বুলি শুনলে বিস্মিত হতে হয়।#
ব্রিটেনের মুখে মানবাধিকার রক্ষার বুলি বিস্ময়কর: ইরান
জানুয়ারী ২৬, ২০১৭ - ৭:২৪ পূর্বাহ্ণ- News Code : 807317
- Source : Parstoday
ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে হস্তক্ষেপমূলক, একদেশদর্শী ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
