$icon = $this->mediaurl($this->icon['mediaID']); $thumb = $this->mediaurl($this->icon['mediaID'],350,350); ?>

ইমাম সাদিক (আ.) মসজিদ পুনরায় উদ্বোধন করলেন কুয়েতের আমির (ছবি)

  • News Code : 760434
  • Source : ABNA
গত বছর রমজান মাসের ৯ তারিখে সন্ত্রাসী হামলার শিকার ইমাম সাদিক (আ.) মসজিদটি সংস্কারের পর পুনরায় উদ্বোধন করেছেন কুয়েতের আমির।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: কুয়েতের আমির ‘শেইখ সাবাহ আহমাদ জাবের সাবাহ’ গতকাল (মঙ্গলবার, ১৪ জুন) কুয়েতের সাওয়াবের অঞ্চলে অবস্থিত ইমাম সাদিক (আ.) মসজিদটি –যা গত বছর সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের হামলার শিকার হয়েছিল- সংস্কারের পর পুনরায় উদ্বোধন করেছেন।

এ অনুষ্ঠানে কুয়েতের আমিরের সাথে কুয়েতের যুবরাজ ‘শেইখ নাওয়াফ আল-আহমাদ’সহ বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এছাড়া শিয়া ও সুন্নি মাযহাবের বিশিষ্ট ব্যক্তিত্বগণও এ সময় তার সাথে ছিলেন। মসজিদটিতে যোহরের নামাযও আদায় করেন তিনি।

ইমাম সাদিক (আ.) মসজিদে সন্ত্রাসী হামলার বর্ষপূর্তিতে মসজিদটি সংস্কারের পর পুনরায় উদ্বোধন করা হয়েছে। গতবছর রমজান মাসের ৯ তারিখে দায়েশ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিল ইমাম সাদিক (আ.) মসজিদ। এ হামলায় ২৭ জন মুসল্লি শহীদ এবং ২২৭ জন আহত হয়েছিল।

হামলার এক ঘন্টারও কম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন কুয়েতের আমির এবং সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছিলেন, ‘এরা আমার সন্তান’।

হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের আমির, দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টির কুউদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে জানান। এর পাশাপাশি এ হামলা কুয়েতের জাতীয় ঐক্যকে টার্গেট করে বৃথা চেষ্টা ও শয়তানি হামলা বলে অভিহিত করেন তিনি।#


আপনার মন্তব্য প্রেরণ করুন

আপনার ই-মেইল প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ফিল্ডসমূহ * এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে

*