$icon = $this->mediaurl($this->icon['mediaID']); $thumb = $this->mediaurl($this->icon['mediaID'],350,350); ?>

বাহরাইন সামরিক বাহিনী কর্তৃক শিয়া বিরোধী বই প্রকাশ + ছবি

  • News Code : 619523
Brief

বাহরাইনের অবৈধ সরকার আলে খলিফা এদেশের শিয়া ও সুন্নি জনগণের মাঝে ফেতনা সৃষ্টির কুউদ্দেশ্যে ‘নূরুস সুন্নাহ ওয়া জুলুমাতুল বিদআহ ফিল কিতাবি ওয়াস সুন্নাহ’ নামক একটি বিভ্রান্তকর শিয়া বিরোধী বই প্রকাশ করেছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বাহরাইনের অবৈধ সরকার আলে খলিফা এদেশের শিয়া ও সুন্নি জনগণের মাঝে ফেতনা সৃষ্টির কুউদ্দেশ্যে ‘নূরুস সুন্নাহ ওয়া জুলুমাতুল বিদআহ ফিল কিতাবি ওয়াস সুন্নাহ’ নামক একটি বিভ্রান্তকর শিয়া বিরোধী বই প্রকাশ করেছে।
‘সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-কাহতানি’র লেখা ‘নূরুস সুন্নাহ ওয়া জুলুমাতুল বিদআহ ফিল কিতাবি ওয়াস সুন্নাহ’ নামক বইটিতে কবর যেয়ারত, মহানবি (স.) ও আহলে বাইত (আ.) এর মাজার যেয়ারত –যেগুলো মূলতঃ সৌদি আরব, ইরাক ও ইরানে অবস্থিত- ইত্যাদি বিষয়ে আলোকপাত করে এগুলোকে আহলে বাইত (আ.) এর অনুসারীদের কাফের হওয়ার দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে। বইয়ের লেখক আহলে বাইত (আ.) এর মাযহাবের অনুসারীদেরকে ‘রাফেজী’ ও ‘বিদআতি’ বলে আখ্যায়িত করে এ মাযহাবকে পথভ্রষ্ট বলে ঘোষণা করার পাশাপাশি কবর যেয়ারতকে একটি কুফরি কর্ম বলে আখ্যায়িত করেছে।
বাহরাইন সামরিক বাহিনীর মাধ্যমে প্রকাশিত ও বিতরণ হওয়া এ বইতে শিয়াসহ অন্যান্য ইসলামি মাযহাবের অনুসারীদের ঈদে মীলাদুন্নাবী পালন, পবিত্র মি’রাজ ও শবে বরাত পালনকে ইহুদি ও খ্রিষ্টান ধর্মের অনুসারীদের কর্মের সদৃশ্য বলে উল্লেখ করে একে ধর্ম পরিপন্থী কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। আল-কাহতানি বিভ্রান্তকর এ বইতে ইসমাঈলি, আলাভি, নুসাইরি ও দারওয়াযিদেরকে শিয়া ফের্কাহসমূহের অন্তর্ভুক্ত করেছে।


এর আগেও বাহরাইন সামরিক বাহিনীর কথিত ধর্মীয় নির্দেশনা বিষয়ক বিভাগ ‘নূরুত তাওহিদ ওয়া জুলুমাতিশ শিরকি ফি দ্বাওয়িল কিতাবি ওয়াস সুন্নাহ’ নামে অপর একটি বই প্রকাশ ও বিতরণ করেছিল। ঐ বইতেও শিয়াসহ অপর ইসলামি মাযহাবের অনুসারীদেরকে কাফের আখ্যায়িত করা হয়েছিল।


বলাবাহুল্য, বাহরাইনে গণজাগরণের পর থেকে বিগত কয়েক বছরে বাহরাইনের স্বৈরাচারী সরকার বিভিন্ন অজুহাতে এদেশের শিয়া মুসলমানদের উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ ভেঙ্গে দিয়েছে।#


আপনার মন্তব্য প্রেরণ করুন

আপনার ই-মেইল প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ফিল্ডসমূহ * এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে

*