‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১১ জানুয়ারী ২০২০

৫:৩১:৫৬ PM
1001420

শাইখ যাকযাকির শারীরীক অবস্থার অবনতি

নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতার কার্যালয় এক বিবৃতিতে শাইখ যাকযাকি’র শারীরীক অবস্থার অবনতির কথা জানিয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শাইখ যাকযাকি’র বর্তমান শারীরীক পরিস্থিতির বর্ণনা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইসলামি মুভমেন্টের নেতার কার্যালয়। ঐ বিবৃতিতে শাইখের শারীরীক অবস্থার অবনতি এবং চিকিৎসকদেরকে তার সাথে সাক্ষাতে বাধা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে।

নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতার কার্যালয় থেকে প্রকাশিত ঐ বিবৃতিতে দেশের ভেতর ও বাইরের সকল গ্রুপের প্রতি, শাইখ যাকযাকিকে মুক্তকরণের লক্ষ্যে সরকারের উপর চাপ সৃষ্টির আহবান জানানো হয়েছে।

গত ৯ই জানুয়ারি (বৃহস্পতিবার) তার ঘনিষ্টজনদের একটি দলের তার সাথে সাক্ষাতের পর জানা গেছে তার শারীরীক অবস্থার আশংকাজনক অবনতি ঘটেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে এর আগেও বলা হয়েছে, কারারাক্ষীরা চিকিৎসকদেরকে শাইখের কাছে যেতে বাধা দিচ্ছে। এ কারণে স্পষ্ট নয় যে, তার অবস্থা কতটা আশংকাজনক।

নিঃসন্দেহে, শাইখ যাকযাকির অসুস্থতা থেকে অত্যাচারী সরকার অন্য কোন ফায়দা নিতে চাইছে। অতএব, আয়েশা দিকো’র সরকারের পক্ষ থেকে যে বিবৃতি প্রদান করা হয়েছে, তাতে শাইখ যাকযাকির ভবিষ্যতের বিষয়ে সরকার নিজে সিদ্ধান্ত না নিয়ে তা আদালতের হাতে ছেড়ে দিয়েছে। এর মাধ্যমে তারা চায় আদালতে শাইখ যাকযাকিকে অপরাধী প্রমাণ করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে। দেশী ও বিদেশী সকল গ্রুপের উদ্দেশ্যে আমাদের আহবান হচ্ছে, শাইখ যাকযাকি ও তার স্ত্রীর মুক্তির লক্ষ্যে নাইজেরিয়া সরকারের উপর চাপ সৃষ্টি করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।#