‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : iqna
সোমবার

২৭ এপ্রিল ২০২০

১১:৪৮:১৩ AM
1030646

মরক্কোয় গুপ্তধন অন্বেষণের সময় পবিত্র কুরআনের অবমাননা

মরক্কোর আল-আরাইশ শহরের “দ্বাভার আল-খাতুত” এলাকায় গুপ্তধন সন্ধানের অজুহাতে বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তি একটি মসজিদ খনন করে। মসজিদটি খনন করার সময় তারা পবিত্র কুরআনের পাণ্ডুলিপিকে অবমাননা করে।

(ABNA24.com) বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সন্ধ্যায় গুপ্তধন অন্বেষণের জন্য কয়কেজন অপরিচিত ব্যক্তি মসজিদের কিছু স্থান খনন করে এই পবিত্র স্থানের অবমাননা করে। এসময় তারা পবিত্র কুরআনের পাণ্ডুলিপি ও জায়নামাজের অবমাননা করে।

মরক্কোর প্রাচীনতম মসজিদের মধ্যে এটি অন্যতম। গুপ্তধন অন্বেষণের অজুহাতে খননকার্যের ফলে মসজিদের মেহরাব ভেঙ্গে গিয়েছে। ইসলাম বিদ্বেষী একাজ যারা করেছে, তারা গুপ্তধন পেয়েছ কিনা পাইনি সেসম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। কারণ এই কাজে যারা লিপ্ত ছিল তারা রাতের আধারেই পালিয়ে গিয়েছে।

মরক্কোর এক উৎস বলেছে, করোনার প্রাদুর্ভাবের সুযোগ ব্যবহার করে অজানা ব্যক্তিরা এই কাজ করেছে। কারণ বর্তমানে মসজিদ বন্ধ রয়েছে এবং এই সুযোগ ব্যবহার করে তারা মসজিদ খনন করেছে।

..............
340