‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৯ নভেম্বর ২০২০

৪:৫৯:২৫ PM
1084802

ইসরাইলি পর্যটকদের প্রথম ফ্লাইট দুবাইয়ে (ছবি)

প্রথমবারের মত সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাই কোম্পানির একটি বিমান ইসরাইলি পর্যটকদেরকে দুবাইয়ে স্থানান্তর করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল (রোববার, ৮ নভেম্বর) বিকেলে ইসরাইলি পর্যটকদেরকে বহনকারী ফ্লাই দুবাইয়ের ৭৩৭ বোয়িং মডেলের একটি বিমান দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।

তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড়ে প্রায় ৩ ঘন্টা সফর শেষে দুবাই বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সৌদি আকাশসীমা ব্যবহার করে বিমানটি দুবাই এসে পৌঁছায়।

পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু করে। গত ১৩ আগস্ট জায়নবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন যায়েদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আলাপের পর এ সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশের ৩ সপ্তাহেরও কম সময়ে (৩১ আগস্ট) আল-আল এয়ারলাইন্সের একটি বিমান ইসরাইল ও আমেরিকার উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটি টিমকে নিয়ে রিয়াদের আকাশ সীমা ব্যবহার করে আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এর ২ দিন পর ইসরাইলের নাম উল্লেখ না করেই রিয়াদ অফিশিয়ালি, একটি ইসরাইলি যাত্রিবাহী বিমান সৌদি আকাশ সীমা ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করে।

রিয়াদের ঐ বিবৃতিতে বলা হয়েছিল, প্রত্যেকটি দেশের যাত্রীবাহী বিমানের সংযুক্ত আরব আমিরাতে যাতায়াতের সময় তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি রয়েছে এবং এ ক্ষেত্রে কোন সীমাবদ্ধ নেই।

সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে ফ্লাই দুবাইয়ের দু’টি ফ্লাইট বেন গুরিয়ন বিমানবন্দরে ল্যান্ড করা অবস্থায় দেখা গেছে। এর একটিতে করেই ইসরাইলি পর্যটকদের দুবাইয়ে স্থানান্তরিত করা হয়েছে।

গত মাসে আরব আমিরাতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটি দল দখলকৃত ফিলিস্তিনী ভূখণ্ড সফর করে। এ সফরেই ভিসা ছাড়াই দু’দেশের পর্যটকদের দু’দেশ ভ্রমণের বিষয়ে সম্মত হয় উভয় পক্ষ। এছাড়া নিয়মিত দু’দেশের বাণিজ্যিক বিমান চলাচলেও সম্মত হয় তারা।#176