‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১২ নভেম্বর ২০২০

৫:১৩:৪৮ AM
1085509

মোজাম্বিকে ৫০ জনকে গলাকেটে হত্যা

সশস্ত্র হামলাকারীরা ‘নানজাবা’ গ্রামে হামলা চালানোর সময় তাকবির ধ্বনি দিতে দিতে ফাঁকা গুলি ছুঁড়ছিল। গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক নারীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা পালানোর চেষ্টা করেছিল তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের স্থান ফুটবল মাঠে নিয়ে হত্যা করা হয়।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হামলাকারীরা ৫০ জনকে শিরোশ্ছেদ করে হত্যা করেছে।

প্রাপ্ত প্রতিবেদনা বলা হয়েছে, হামলাকারীরা একটি গ্রামের ফুটবল মাঠকে মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান বানিয়েছে। ঐ স্থানে শিরোশ্ছেদ করে হতভাগ্য মানুষগুলোর শরীর টুকরো টুকরো করা হয়।

সরকারি গণমাধ্যম জানিয়েছে, অপর একটি গ্রামের বেশ কয়েকজনকেও শিরোশ্ছেদ করে হত্যা করেছে জঙ্গীরা।

সর্বশেষ ২০১৭ সালে জঙ্গীরা মোজাম্বিকের কাবু দেলগাদো প্রদেশে চালানো ভয়াবহ এক হামলায় এভাবে গণহারে শিরোশ্ছেদের ঘটনা ঘটেছিল। হামলাকারী জঙ্গীদের সাথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্পর্ক রয়েছে। বর্তমানে তারা দক্ষিন আফ্রিকায় আস্তানা তৈরীর জন্য উপযুক্ত এলাকা খুঁজছে।

মুসলিম অধ্যুষিত এ প্রদেশে বিভিন্ন সংঘর্ষে এ নাগাদ ২০০০ এরও বেশী মানুষ নিহত এবং ৪ লক্ষ ৩০ হাজারেরও বেশী মানুষ ঘরছাড়া হয়েছে। ২০১৭ সালের রিপোর্ট অনুযায়ী এ প্রদেশের জনসংখ্যা ছিল ২৩ লক্ষ।

শুক্রবার রাতে সশস্ত্র হামলাকারীরা ‘নানজাবা’ গ্রামে হামলা চালানোর সময় তাকবির ধ্বনি দিতে দিতে ফাঁকা গুলি ছুঁড়ছিল।

বলা হচ্ছে, গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক নারীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা পলায়নের চেষ্টা করেছিল তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের স্থান ফুটবল মাঠে নিয়ে হত্যা করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার ও রোববার দু’দিন ধরে তারা নিরীহ জনগণের শিরোশ্ছেদ করে।

প্রসঙ্গত, মোজাম্বিক সরকার বিদ্রোহী এ সকল গ্রুপকে দমন করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে জানিয়েছে, তাদের সৈন্যদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন।#176