‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৫ নভেম্বর ২০২০

৪:২০:১২ AM
1089218

ভারতের প্রখ্যাত আলেম ‘সাইয়্যেদ কালবে সাদেকে’র ইন্তিকাল

ভারতের প্রখ্যাত আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের সদস্য ‘সাইয়্যেদ কালবে সাদিক নাকভি’ ইন্তিকাল করেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশিষ্ট শিক্ষাবিদ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের সদস্য মৌলানা ড. সাইয়্যেদ কালবে সাদিক নাকভি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিউমোনিয়াজনিত সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (মঙ্গলবার, ২৪ নভেম্বর) মহান প্রভুর আহবানে সাড়া দিয়েছেন ভারতে মুসলিম মাজহাবসমূহের মাঝে ঐক্য মজবুত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এ আলেম।

শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত এ আলেম ভারতের একটি সম্ভ্রান্ত শিয়া পরিবারের জন্ম গ্রহণ করেন। তিনি আহলে বাইত (আ.) এর অনুসারীদের জন্য বহুসংখ্যক স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন।

‘লাখনৌ শহরের জুমআর খতিব’ হিসেবে পরিচিত ড. কালবে সাদিক ছিলেন ভারতের সনামধন্য বক্তাদের একজন। ভারত ছাড়াও ইসলামের বাণী পৌঁছে দিতে তিনি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে সফর ও বক্তব্য রেখেছেন।

ইরানে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও তিনি অংশগ্রহণ করেছেন। এছাড়া ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়িসহ ইরান ও ইরাকের প্রখ্যাত মার্জাদের সাথেও তিনি সাক্ষাত করেছেন।

প্রসঙ্গত, কয়েক বছর আগে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। এ সময় তিনি ঢাকার বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন।#176