‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৫ নভেম্বর ২০২০

৯:২৫:১৬ AM
1089262

কেন্দ্রীয় বিজেপি সরকার ভারতে একদলীয় সরকারের ব্যবস্থা করতে চাচ্ছে : সৌগত রায়

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের বিশিষ্ট এমপি অধ্যাপক সৌগত রায় বলেছেন, ‘কেন্দ্রীয় বিজেপি সরকার ভারতে একটি একদল, এক শাসন, এক ভাষার ব্যবস্থা করতে চাচ্ছে। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ একটি উজ্জ্বল ব্যতিক্রম।’ তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অধ্যাপক সৌগত রায় বলেন, ‘পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন দেশে ধর্মনিরপেক্ষ শক্তিদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যিনি দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্রিত করতে পারেন একটি পশ্চাতে ধাবমান আদর্শের বিরুদ্ধে। দেশে যা হচ্ছে তা আমাদের পক্ষে খুব চিন্তার। আমি এতদিন রাজনীতি করছি, কিন্তু আমি রাজনীতির মান এত নীচে নেমে যেতে কোনোদিন দেখিনি। যেটা আমাদের পক্ষের ভয়ের যে, স্বাধীন ভারতে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল আমাদের সংবিধান অনুযায়ী সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ থেকে রাজ্যপাল, তাঁরা সবাই এই অবনমনের অংশ। আমরা চাই যে দেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াক। কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি নেতৃত্ব এর আগে কর্ণাটকে প্রথম এবং তারপরে মধ্য প্রদেশ রাজ্যে দলত্যাগে উৎসাহ দিয়ে তাদের বিরোধী রাজ্য সরকারকে ফেলে দিয়েছেন, পরিবর্তন করেছেন। সেটা বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গে করতে পারবেন না।’   

পশ্চিমবঙ্গে রাজ্যপালের ভূমিকার সমালোচনা করে অধ্যাপক সৌগত রায় বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গে সৈয়েদ নুরুল হাসান থেকে গোপালকৃষ্ণ গান্ধীর মত রাজ্যপাল দেখেছি যারা রাজ্যপাল পদের মর্যাদা বাড়িয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এমন একজন রাজ্যপাল আছেন যিনি কেন্দ্রীয় সরকারের শাসকদলের নেতার মতো কাজ করছেন।’ এভাবে রাজ্যপাল পদের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে বলেও অধ্যাপক সৌগত রায় এমপি মন্তব্য করেন। #

342/