আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হনুমান বেনিওয়াল বলেন, দেশজুড়ে কৃষকদের মতামতকে প্রাধান্য দিয়ে নয়া তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করাসহ স্বামীনাথন কমিশনের সমস্ত প্রস্তাবকে দ্রুত কার্যকর করা হোক। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকারকে দ্রুত আলোচনায় বসার পরামর্শও দিয়েছেন আরএলপি নেতা হনুমান বেনিওয়াল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাঁর স্পষ্ট বার্তা, ‘এনডিএর জোটসঙ্গী আরএলপি। কিন্তু ক্ষমতায় আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন কৃষক ও জওয়ানরা। সেজন্য তাঁদের বিষয়ে দ্রুত কোনও পদক্ষেপ গ্রহণ না করা হলে, এনডিএ’র জোটসঙ্গী থাকার বিষয়টি পুনর্বিচার করা হবে।’
কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে আগেই অকালী নেত্রী হরসিমরত কৌর এমপি কেন্দ্রীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে গত সেপ্টেম্বরে অকালী দল ওই ইস্যুতে ‘এনডিএ’ ত্যাগ করেছে। এবার এনডিএ’র অন্য শরিক আরএলপি’ও নয়া তিন কৃষি আইন প্রত্যাহার না করা হলে ‘এনডিএ’ ত্যাগ করার হুঁশিয়ারি দিল, দেশে চলমান কৃষক আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে যা নয়া বিড়ম্বনা বলে মনে করছেন বিশ্লেষকরা।
342/