‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৩ ডিসেম্বর ২০২০

৮:০২:৩৬ AM
1091717

পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন শিয়া-ইনসাফ জোটের জয়

পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রাদেশিক নির্বাচনে ‘ইনসাফ মুভমেন্ট’ ও ‘ওয়াহদাতে মুসলিমীন পার্টি’র জোট জয়লাভ করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রাদেশিক নির্বাচনে ‘ইনসাফ মুভমেন্ট’ ও ‘ওয়াহদাতে মুসলিমীন পার্টি’র জোট জয়লাভ করেছে।

সর্বমোট ৩৩টি আসনের মধ্যে জোট ২৩টি আসনে নির্বাচিত হয়ে জয়লাভ করেছে। এর মধ্যে ক্ষমতাসীন তাহরিক-এ ইনসাফ পার্টি ২০টি আসন এবং ৩টি আসন পেয়েছে পাকিস্তানে শিয়াদের সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি মাজলিসে ওয়াহদাতে মুসলিমীন।

এর মধ্য দিয়ে, প্রাদেশিক পার্লামেন্টে ৩ শিয়া প্রতিনিধির উপস্থিতির পাশাপাশি একটি প্রদেশিক মন্ত্রিত্ব এবং মূখ্যমন্ত্রীর উপদেষ্টার একটি পদও পেতে যাচ্ছে মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের বিজয়ীরা। ‘মুহাম্মাদ মিসাম কাযমি’ কৃষিমন্ত্রীর এবং ‘ইলিয়াস সিদ্দিকী’ মূখ্যমন্ত্রীর খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টার পদ পেতে যাচ্ছেন।

শিয়া ও সুন্নিদের ঐক্যের উপর জোর দিয়ে ইসলামি গণতন্ত্র ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে গঠিত মাজলিসে ওয়াহদাতে মুসলিমিন পাকিস্তানের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দলটি ইমাম খোমেনি (রহ.) এর নির্দেশনাকে অনুসরণ করে এবং ইসলামী প্রতিরোধের অক্ষেরও সমর্থক।

উল্লেখ্য, শিয়া অধ্যুষিত পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রদেশটি দেশের উত্তরে অবস্থিত।#176