‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৭ ডিসেম্বর ২০২০

৭:৩৬:৩০ AM
1099912

কৃষি আইন নিয়ে চাপের মুখে কেন্দ্রীয় সরকার, ‘এনডিএ’ জোট ছাড়ল আরএলপি, দল ত্যাগ করলেন বিজেপি নেতা

ভারতে নয়া কৃষি আইন নিয়ে বিবাদের জেরে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ত্যাগ করল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)। আজ (শনিবার) দলটির প্রধান হনুমান বেনিওয়াল এমপি ওই সিদ্ধান্ত ঘোষণা করেন। এরআগে পঞ্জাবের শিরোমনি অকালি দলও কৃষি আইনের প্রতিবাদে ‘এনডিএ’ ত্যাগ করেছে। এভাবে পরপর জোটসঙ্গীরা ‘গেরুয়া শিবির’ ছেড়ে বেরিয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকার কার্যত চাপের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাজস্থানে বিজেপির জোটসঙ্গী, ‘এনডিএ’র শরিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)। দলটির প্রধান হনুমান বেনিওয়াল শনিবার বলেন, ‘কৃষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এমন কোনও শক্তির  সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে পারব না।’ রাজস্থানের আলওয়ার জেলায় একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আজ ওই মন্তব্য করেন।

এদিকে, আজই পাঞ্জাবের সাবেক সংসদ সদস্য হরিন্দর সিং খালসা বিজেপি থেকে পদত্যাগ করেছেন। তিনি দলীয় নেতাদের এবং সরকারের বিরুদ্ধে কৃষক, নারী ও শিশুদের কষ্টের বিষয়ে অসংবেদনশীলতার অভিযোগে ওই সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সংবাদ সংস্থা এএনআই তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে।

নয়া তিনটি কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে পাঞ্জাবে বিজেপি নেতারা প্রচণ্ড ক্ষোভের মুখে রয়েছেন। দল ছেড়ে আসা হরিন্দর সিং খালসা লোকসভার সাবেক এমপি ছিলেন।সকৃষি আইন প্রত্যহারের দাবিতে দিল্লি সংলগ্ন সিঙ্ঘু ও টিকরি সীমান্তে গত একমাস ধরে কয়েক হাজার হাজার কৃষক আন্দোলন করছেন। কৃষকরা বলছেন, কৃষি আইন বাতিল না করা হলে তারা বাসায় ফিরে যাবেন না।#

342/