‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৪ জানুয়ারী ২০২১

১২:৪১:৫৭ PM
1103098

পাকিস্তানে নৃশংসভাবে ১১ শিয়া শ্রমিক হত্যা (ছবি ১৮+)

পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের ‘বুলান’ এলাকা থেকে গতকাল ১১ জন খনি শ্রমিকের লাশ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত পরশু রাতে চরম নৃশংসভাবে শ্রমিকদেরকে হত্যা করা হয়।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চরম বর্বরতার সাথে ঠাণ্ডা মাথায় ১১ জন নিরীহ খনি শ্রমিককে গলাকেটে হত্যা করেছে মানবতার শত্রু তাকফিরী সন্ত্রাসীরা।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গতকাল রোববার (৪ ডিসেম্বর) বেলুচিস্তান রাজ্যের একটি এলাকা থেকে ১১ টি লাশ উদ্ধার করে। হতভাগ্য ঐ কয়লা খনি শ্রমিদেরকে গত পরশু রাতে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে বলে জানা গেছে।

পাকিস্তান পুলিশ জানিয়েছে, খনি শ্রমিকদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা শ্রমিকদের মাঝ থেকে শিয়া শ্রমিকদেরকে আলাদা করে তাদের হাত-পা বেধে ফেলে। এরপর ছুরি দিয়ে তাদের গলা কেটে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।

পাকিস্তান থেকে আবনা প্রতিবেদক জানিয়েছে, শহীদ হওয়া ব্যক্তিরা সকলে হাজারা সম্প্রদায়ের।

‘মুছি’ নামক ঐ এলাকাটি বুলানের দিকে যাওয়া মূল সড়ক হতে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এলাকাটি মোবাইল নেটওয়ার্কের রেঞ্জের বাইরে।

এ রিপোর্ট লেখার সময়, বহুসংখ্যক হাজার সম্প্রদায়ের লোক ঘটনাস্থলে উপস্থিত ছিল। বেলুচিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা এ ঘটনাকে সন্ত্রাসী হামলা এবং এর সাথে জড়িতদেরকে আটকের বিষয়ে জোর তাগিদ দিয়েছেন।

ইতিমধ্যে পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের রাজধানী কুয়েত্তা শহরে খনি শ্রমিকদের উপর বর্বর এ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। বলা হচ্ছে যে, হতভাগ্য ঐ শ্রমিকদের বেশীরভাগই হাজার সম্প্রদায়ের এবং শিয়া মাযহাবের অনুসারী।

‘ইমরান খান’ পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বার্তায় বেলুচিস্তানে ১১ খনি শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদেরকে আটক করে আইনের হাতে সোপর্দ করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।

মাজলিস-এ ওয়াহদাতে মুসলিমীন (এম ডব্লিউ এম) নিরাপরাধ খনি শ্রমিকদের এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে একটি দলকে প্রেরণ করেছে।

এদিকে, বেলুচিস্তান রাজ্যের মুখ্যমন্ত্রীসহ দেশের উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ও হাজারা শিয়াদের সাথে সম্পৃক্ত বিভিন্ন দলের কর্মকর্তারা কোয়েটা শহরে অনশনে বসেছেন বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

#176