আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত শনিবার রাতে পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএসআইএস)।
গত ২ জানুয়ারি সন্ধ্যার দিকে ১১ খনি শ্রমিককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। বেলুচিস্তান রাজ্যের বুলান অঞ্চলের ‘মুছি’ এলাকায় ঐ ১১ খনি শ্রমিককে হত্যা করে সন্ত্রাসীরা।
এর ধারাবাহিকতায়, গতকাল বিবৃতি প্রদান করে নৃশংস এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে দায়েশ।
বিবৃতিতে বলা হয়েছে: ‘হাজারা রাফেজি (শিয়া)-দেরকে বন্দী করার পর তাদেরকে হত্যা করেছে খেলাফতের (দায়েশের) সৈন্যরা।’

শিয়াদেরকে উদ্ভট অভিযোগে অভিযুক্ত করে ঐ বিবৃতিতে বলা হয়েছে, ‘ঐ ব্যক্তিদের অবস্থান স্থলে হামলা চালিয়ে তাদেরকে বন্দী করা হয়, এরপর তাদের জবাই করে হত্যা করা হয়।
বলাবাহুল্য, ‘রাজেফি’ শব্দটি ওয়াহাবি ও শিয়া মাযহাবের শত্রুরা শিয়াদেরকে হেয় করার জন্য ব্যবহার করে থাকে।#176
এ সম্পর্কিত সংবাদটি পড়তে ও ছবি দেখতে ক্লিক করুন।