‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৭ জানুয়ারী ২০২১

৮:২১:০২ AM
1109634

হজরত খাদিজা ও হজরত আবু তালিব (আ.) ইসলামের ২ মজলুম ব্যক্তিত্ব : আয়াতুল্লাহ নাসেরি

মহানবি (স.) এর সহযোগী হজরত আবু তালিব (আ.) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকারী পরিষদের প্রতিনিধিবৃন্দ ইরানের ইয়াযদ প্রদেশের মহামান্য রাহবারের প্রতিনিধি আয়াতুল্লাহ মুহাম্মাদ রেজা নাসেরির সাথে সাক্ষাত করেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মহানবি (স.) এর সহযোগী হজরত আবু তালিব (আ.) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকারী পরিষদের প্রতিনিধিবৃন্দ ইরানের ইয়াযদ প্রদেশে মহামান্য রাহবারের প্রতিনিধি এবং এ শহরের জুমআর খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ রেজা নাসেরির সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

সম্মেলনের উচ্চতর পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. ‘জারে খোরমিজি’ গত শনিবার আয়াতুল্লাহ নাসেরির সাথে সাক্ষাত করে সম্মেলনের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে প্রতিবেদন তুলে ধরে সম্মেলনের প্রিমিটিং ইয়াযদ প্রদেশে আয়োজন প্রসঙ্গে মতবিনিময় করেন।

আয়াতুল্লাহ নাসেরি এ সম্মেলন আয়োজনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, হজরত আবু তালিব (আ.) ও হজরত খাদিজা (সা. আ.) ইসলামের প্রাথমিক যুগের ২ মজলুম ব্যক্তিত্ব।

ইসলামি ইতিহাসে প্রভাবশালী এ ২ মহান ব্যক্তিত্বের ব্যক্তিত্বকে তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করে তিনি এ ক্ষেত্রে আহলে সুন্নতের সূত্রসমূহ থেকে অধিক উপকৃত হওয়ার প্রতি তাগিদ দেন।

এ সময় তিনি, সম্মেলন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার প্রস্তুতির প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, ‘মহানবি (স.) এর সহযোগী হজরত আবু তালিব (আ.) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা, ইমাম হুসাইন (আ.) এর পবিত্র মাজার, কালচারাল ইনস্টিটিউ অব রিসার্চ অব হাজরাত আবুতালিব (আ.), ইসলামি মাজহাবসমূহকে একত্রীকরণ বিষয়ক সংস্থা,  রিসার্চ ইনস্টিটিউ অব ইসলামিক সায়েন্স এ্যান্ড কালচারাল অফিস অব ইসলামি প্রোপাগাণ্ডা, আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাওযা ইলমিয়ার ভাষা শিক্ষা ইনস্টিটিউট, জামেয়াতুযা যাহরা (সা. আ.), আহলে বাইত (আ.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মীরাস-এ নবুয়্যত সাংস্কৃতিক কেন্দ্র, আয-যুররিয়াতুন নাবাবিয়্যাহ রিসার্চ সেন্টার, কাসেম ইবনিল হাসান (আ.) ধর্ম ও সাংস্কৃতিক কেন্দ্র, আবনাউর রাসুল শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্রসহ অন্যান্য সংস্থা ও কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রবন্ধ প্রেরণের শেষ তারিখ ১৮ই ফ্রেব্রুয়ারি ২০২১। ফার্সি, আরবি, ইংরেজি, টার্কি (ইস্তাম্বুলি) ও উর্দু ভাষায় প্রবন্ধ প্রেরণ করা যাবে।

বিস্তারিত জানতে ৫টি ভাষায় সক্রিয় সম্মেলনের ওয়েব সাইট ভিসিট করতে এখানে ক্লিক করুন।#176