‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৭ জানুয়ারী ২০২১

৮:৫১:০১ AM
1109640

পুলিশের গুলিতে শিয়া যুবকের শাহাদাত (ছবি)

অনতি বিলম্বে শেইখ জাকজাকির নিঃশর্ত মুক্তির দাবিতে নাইজেরিয়ার রাজধানী আবুজাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত জাকজাকি সমর্থকদের উপর গুলি চালিয়েছে পুলিশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার শীর্ষ নেতা শেইখ ইব্রাহিম জাকজাকির অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে নাইজেরিয়ার রাজধানী আবুজাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত শেইখের সমর্থকদেরকে লক্ষ্য করে চালানো পুলিশের গুলিতে এক শিয়া যুবক প্রাণ হারিয়েছেন।পুলিশি এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আবুজা শহরে অবস্থিত নাইজেরিয়া মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচী শান্তিপূর্ণভাবে চললেও বিনা উস্কানিতে সশস্ত্র হামলা চালায় পুলিশ ।

শেইখ জাকজাকির মামলার শুনানি গতকাল (মঙ্গলবার, ২৬ জানুয়ারি-২০২১) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করে শুনানির জন্য আগামী ৮ ও ১০ মার্চ-২০২১ ধার্য্য করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে শেইখ যাকযাকিকে সস্ত্রীক অবৈধভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর পূর্বে গঠিত আদালত শেইখ যাকযাকিকে মুক্তির নির্দেশ দিলেও নাইজেরিয়ার সরকার ও সেনাবাহিনী আদালতের এ রায়কে তোয়াক্কা করেনি। সম্প্রতি তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।#176