‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২২ মার্চ ২০২১

৬:২৭:২৫ PM
1125424

অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি; নিরাপদ আশ্রয়ে ১৮ হাজার মানুষ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ১৮ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে এই রাজ্যের রাজধানী সিডনির আশপাশে ও কুইন্সল্যান্ডের দক্ষিণপূবাঞ্চলের নদী ও বাঁধগুলো উপচে পড়ছে।

 স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এনএসডব্লিউর মধ্যউত্তর উপকূল থেকে ১৫ হাজার লোক এবং সিডনি থেকে আরও তিন হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে। যারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তাদের অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনগোষ্ঠীর এক তৃতীয়াংশের বসবাস যে এলাকাগুলোতে সেখানেই বন্যা দেখা দিয়েছে আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে এলাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তার অনেকগুলো গত গ্রীষ্মে দাবানল ও খরার কবলেও পড়েছিল।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো সাম্প্রতিক দিনগুলোর বৃষ্টিপাতের পরিমাণকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছে। কিছু কিছু এলাকায় সর্বোচ্চ এক হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে তারা।#

342/