‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ এপ্রিল ২০২১

১২:০৬:২৩ PM
1131664

প্লিজ আগুন নিয়ে খেলবেন না: আমেরিকাকে চীন

মার্কিন যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে পরামর্শ দিয়েছে চীন। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারের মার্কিন পদক্ষেপের সমালোচনা করে ওয়াশিংটনকে বেইজিং বলেছে, আগুন নিয়ে খেলবেন না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জে বাইডেনের প্রশাসন শুক্রবার তাইওয়ান বিষয়ক নতুন এক নির্দেশনা জারি করেছে,যাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের সাক্ষাতের ক্ষেত্রে থাকা কিছু বিধিনিষেধ উঠিয়ে দেওয়া হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের নয়া নির্দেশনার কড়া সমালোচনা করে বলেছেন, কূটনৈতিক পর্যায়েও ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়েছে।

চীনা মুখপাত্র আরও বলেছেন,“আমরা তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে কর্মকর্তা পর্যায়ে যে কোনো ধরনের যোগাযোগ বন্ধ করতে,যথাযথভাবে ও সাবধানতার সঙ্গে বিষয়টি সামলাতে, তাইওয়ানের স্বাধীনতা আকাঙ্ক্ষীদের ভুল বার্তা পাঠিয়ে ক্ষতিকর প্রভাব সৃষ্টি না করতে এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও তাইওয়ান প্রণালীর আশপাশে শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না করতে ওয়াশিংটনের প্রতি অনুরোধ করছি।”

একইসঙ্গে এক চীন নীতি মেনে চলতেও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

এরইমধ্যে তাইওয়ানের আকাশসীমায় উত্তেজনা বেড়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার) চীনের ৪টি জে১৬ যুদ্ধবিমান ও একটি সাবমেরিন বিধ্বংসী এয়ারক্রাফট তাইওয়ানের আকাশ সীমায় চক্কর দিয়েছে বলে দাবি করেছে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।#

342/