‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৩ জুন ২০২১

১০:১৭:০২ AM
1153076

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে বলেন রাহুল গান্ধী, পাল্টা মন্তব্য বিজেপির

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি দেশে করোনার তৃতীয় ঢেউ আসার আগে কেন্দ্রীয় সরকারকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। আজ (মঙ্গলবার) রাহুল গান্ধী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনা ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : রাহুল গান্ধী বলেন, ‘গোটা দেশ জানে যে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে কারণ ভাইরাসটি পরিবর্তিত হচ্ছে। আমরা আবারও বলছি যে  সরকারের উচিত অবিলম্বে ওষুধ, অবকাঠামো, অক্সিজেন সরবরাহ এবং হাসপাতালের প্রয়োজনীয়তা প্রস্তুত করা উচিত।’  

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীকে বুঝতে হবে যে এটি রাজনৈতিক লড়াই নয়। এই লড়াইয়ে গোটা ভারত তাঁর পাশে দাঁড়িয়েছে। এটি ভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং পুরো ভারতের সাথে তাঁর ঐক্যবদ্ধভাবে চলা উচিত।’  

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীর চোখের পানি সেই পরিবারগুলোর চোখের পানি দূর করতে পারবে না, যাদের পরিবারের সদস্যদেরকে বাঁচানো যেতো।  প্রধানমন্ত্রীর অশ্রু তাদের বাঁচাতে পারেনি, অক্সিজেন যাদের বাঁচাতে পারত। কিন্তু উনি সেসময় নির্বাচনী লড়াইয়ে ব্যস্ত ছিলেন এবং তাঁর মনোযোগ অন্যদিকে ছিল।’ 

‘সব রাজ্যকে সমানভাবে সাহায্য করা উচিত কেন্দ্রীয় সরকারের। ভ্যাকসিন বিতরণে যেন বৈষম্য না হয়। ভাইরাস যেভাবে রূপ পরিবর্তন করছে তাতে সবাইকে ভ্যাকসিন দিতেই হবে। ভ্যাকসিনই করোনার বিরুদ্ধে লড়াইয়ের মূল হাতিয়ার’ বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।  

অন্যদিকে, আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে পাল্টা সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন,  ‘আমি রাহুল গান্ধীর কাছ থেকে জানতে চাই যে আর কতদিন তিনি এভাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন?  কখনও আসল কাজও করুন। কখনও কখনও কংগ্রেসশাসিত রাজ্যে যান, পঞ্জাবে কী পরিস্থিতি, রাজস্থানে কীভাবে ভ্যাকসিন নষ্ট হচ্ছে, ছত্তিসগড়ে সঠিকভাবে টিকাকরণ হচ্ছে না তা দেখুন।’ ভার্চুয়ালি না থেকে রাস্তায় নেমে জরিপ করুন’ বলেও বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র মন্তব্য করেন।#     

342/