‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৪ জুন ২০২১

১১:০১:২৯ AM
1153423

পশ্চিমবঙ্গে উপনির্বাচন করার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাজ্যে উপনির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাজ্যে উপনির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।

রাজ্যে করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য নির্বাচন কমিশন চাইলে এখনই রাজ্যে উপনির্বাচন করা যেতে পারে বলে তিনি মনে করছেন।

মুখ্যমন্ত্রী ‘এখন তো পরিস্থিতি অনেকটাই ভালো। কমিশন চাইলে এখন ভোট করে নিতে পারে। আমি জানি, প্রধানমন্ত্রী বললেই কমিশন উপনির্বাচনের ঘোষণা করবেন। সেজন্য আমি প্রধানমন্ত্রীকে সেই উদ্যোগ নেওয়ার অনুরোধ করব।’

মমতা বলেন রাজ্যে অনেকগুলো উপনির্বাচন আছে। আমরা চাইব উপনির্বাচনগুলো হয়ে যাক। ৭ দিন প্রচারের সুযোগ দিক। বেশি দিন প্রচারের দরকার নেই। ১০ টা থেকে ৭ টা পর্যন্ত সময় দিলেই হয়ে যাবে। আমরা বারবার উপনির্বাচনের কথা বলছি।’ 

মমতা বলেন কোভ্যাক্সিন নিয়ে অনেক ছাত্র-ছাত্রী যারা বাইরে যেতে চায় সমস্যায় পড়েছেন। ওই ভ্যাকসিন একনো স্বীকৃত নয়। কোভ্যাক্সিন যেটা প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে যা নিয়ে ব্রাজিলের সাথে সমস্যা চলছে। বাংলাদেশের সঙ্গেও সমস্যা হচ্ছে। সেটা ছাত্রদের জন্য বিরাট বিপর্যয়। কারণ অনেক ছাত্র নিজেরা প্রাইভেটে কোভ্যাক্সিন নিয়েছেন। আমি মুখ্যসচিবকে অবিলম্বে বলব স্বাস্থ্য সচিব ও ক্যাবনেট সচিবকে এবিষয়ে চিঠি লিখতে। কোভ্যাক্সিন নেওয়া ছাত্রদের বাইরের দেশে অ্যালাও করা হচ্ছে না। ওই সার্টিফিকেটের কোনও মূল্য দেওয়া হচ্ছে না। সুতরাং তাঁদের জন্য ‘হু’কে দিয়ে কোভ্যাক্সিনকে অনুমোদিত করার জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে’ বলেও  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

342/