‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

২৮ জুন ২০২১

১০:০৩:৪০ AM
1154607

উত্তরবঙ্গ রাজ্যের দাবি জানানোর প্রতিবাদে তৃণমূলের ধর্না-অবস্থান

ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ রাজ্য করার দাবি জানানোয় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্না-অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (রোববার) শিখাদেবীর বাড়ির কাছে একটি ক্লাবের সামনে অবস্থানে বসে ডাবগ্রাম-২ তৃণমূল যুব কংগ্রেসের প্রতিনিধিরা।   

এলাকার বিধায়ক রাজ্য ভাগের কথা বলার প্রতিবাদে ধর্না-অবস্থানে বসেন  তৃণমূল যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। ডাবগ্রাম-২ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রনি পালের নেতৃত্বে ওই ধর্না-অবস্থান কর্মসূচি পালিত হয়। 

তৃণমূলের অবস্থান চলাকালীন সংশ্লিষ্ট এলাকা দিয়ে বিজেপির কার্যালয়ে যান শিখাদেবী। তৃণমূলের ধর্না-অবস্থান প্রসঙ্গে শিখাদেবী বলেন, তিনি এমন কিছুই বলেননি যে তাঁর বিরুদ্ধে অবস্থানে বসতে হবে। যাঁরা অবস্থানে বসেছেন তাঁদের অধিকাংশই একশো দিনের কাজের প্রকল্পের শ্রমিক। তাদের দলের নিজস্ব কোনও লোক নেই বলেও বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় মন্তব্য করেন।  

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানানোয় গত (বৃহস্পতিবার) বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। নিউ জলপাইগুড়ি থানায় ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীস প্রমাণিক এ সংক্রান্ত অভিযোগ জানান।

এরআগে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারশাসিত রাজ্য করার দাবি জানানোয় আলিপুরদুয়ারের বিজেপি এমপি জন বার্লা এবং বিজেপি নেতা ও বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খাঁ পৃথক ‘জঙ্গলমহল’ রাজ্যের  দাবি জানানোয় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।#

342/