‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২৯ জুন ২০২১

৮:২৯:৩৮ AM
1154984

আমেরিকার ধসে পড়া ভবনের দেড় শতাধিক মানুষ এখনও নিখোঁজ; বাড়ছে সমালোচনা

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ দেড় শতাধিক মানুষ। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : উদ্ধারকর্মীদের ধারণা, ধ্বংসস্তুপ দ্রুত সরানো গেলে অনেক মানুষকে বাঁচানো যেত। এ অবস্থায় সংকট মোকাবেলায় মার্কিন সরকারের ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।  

এছাড়া ১৯৮০ সালে নির্মিত ১২ তলা এই ভবন ধসের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ফ্লোরিডা কর্তৃপক্ষ উদ্ধারের চতুর্থ দিনে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধ্বংস স্তুপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে ভবন ধসে চাপা পড়া মানুষগুলোর বাঁচার সম্ভাবনা। গতকাল রোববার ধ্বংসস্তুপের নিচে আগুনের ঘটনা সেই সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলেছে।

কোনো কোনো সূত্র দাবি করেছে, ধসে পড়া ভবনটিতে মারাত্মক কাঠামোগত ত্রুটি ছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে।#

342/