‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

৩০ জুন ২০২১

৯:৫৫:৫৪ AM
1155356

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সংবিধান ও আইন লঙ্ঘন করছেন : ব্রাত্য বসু

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় সংবিধান ও আইন লঙ্ঘন করছেন বলে মন্তব্য করেছেন, তৃণমূলের সিনিয়র নেতা ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় এমপিও রাজ্যপালের সাম্প্রতিক মন্তব্য ও তৎপরতার সমালোচনায় সোচ্চার হন।       

রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন,  ‘রাজ্যপাল যখন দিল্লি যান আমরা দেখতে পাই, তিনি সাধারণত হয় মাননীয় প্রধানমন্ত্রী, না হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্যস্ত থাকেন। অথচ যিনি ওনার আসল ‘বস’, রাষ্ট্রপতি  তাঁর সঙ্গে দেখা করার ক্ষেত্রে তত উৎসাহ দেখা যায় না। এই যে একটা নির্দিষ্ট পরিকল্পনামাফিক ও প্ররোচনামূলক রাজনৈতিক কর্মকাণ্ড ঘটানো, বিজেপি’র রাজ্য সভাপতির প্রতি অনাস্থা প্রকাশ, অর্থাৎ আপনি রাজ্য সভাপতি আপনি ভালো বিরোধী নেতা হতে পারছেন না, আপনার জায়গাটা আমি সম্পূর্ণ করে দিচ্ছি। রাজ্যপালের এ ধরণের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা, এ ধরণের রাজনৈতিক ব্যাখ্যা দান ও রাজনৈতিক অবস্থান গ্রহণ এটা কতটা সমীচীন এবং এটা আদৌ সংবিধান সম্মত কী না সেটা আপনারা বিচার করে দেখবেন।’

মন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, ‘উনি থেকে থেকে আইন ও সংবিধানের কথা বলেন। কিন্তু আমাদের নিজেদের ধারণা সংবিধান ও আইন সবথেকে বড় লঙ্ঘনকারীর নাম মাননীয় শ্রীযুক্ত জগদীপ ধনখড়।’ 

ওই সংবাদ সম্মেলনে সুখেন্দুশেখর রায় এমপি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি তিনটি চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন রাজ্যপালকে অপসারণ করার জন্য। এবং তিনি পুনরায় চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। এবং আমরা সংসদীয় দলের পক্ষ থেকেও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠিয়েছি।’ 

‘আগামী ১৯ জুলাই থেকে সংসদের অধিবেশন শুরু হবে তখন আমরা লোকসভা ও রাজ্যসভার নিয়মাবলীর মধ্যে যদি কোনও সুযোগ থাকে তা ব্যবহার করে তাঁর বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা যায় কী না সেটা আমাদের সংসদীয় দল ঠিক করবে’ বলেও তৃণমূলের সিনিয়র নেতা সুখেন্দুশেখর রায় এমপি মন্তব্য করেন। #

342/