‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ জুলাই ২০২১

১২:৪১:০৫ PM
1156658

সমস্তপ্রকার দুর্নীতির মাস্টারমাইন্ড বিজেপি: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, সমস্তপ্রকার দুর্নীতির মাস্টারমাইন্ড বিজেপি। তিনি আজ (রোববার) শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘নরেন্দ্র মোদির কী হাল হয় আপনারা শুধু দেখতে থাকুন। এর  আগেও একটা কেলেঙ্কারি সামনে এসেছে। তার তদন্ত চলছে। এবার  তো শুরু খেলা। যত রকমের কেলেঙ্কারি আছে, সবকিছুর  মাস্টারমাইন্ড বিজেপি। এত দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকার হয় না। নরেন্দ্র মোদির যত দাড়ি বাড়ছে, তত ওনার অপদার্থতা বাড়ছে এবং দুর্নীতিও বাড়ছে।’ 

তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ‘অপদার্থ অর্থমন্ত্রী’ বলে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন,  ‘গোটা দেশ জ্বলছে। আজ ১০০ টাকা লিটার পেট্রল বিক্রি হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন পেট্রলের দাম বাড়লে প্রতিবাদ করতেন। কাদের জিতিয়ে এনেছেন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মানুষ। ২০২৪ সালে জবাব দেবেন মানুষ। নির্মলা সীতারমনের মতো অপদার্থ অর্থমন্ত্রীর জন্যই দেশের অর্থনীতির এই হাল। গ্যাসের দাম বাড়লে বলেন, ‘আমি তো রান্না করি না।’   

রাজ্যে সমবায় ব্যাঙ্কে দুর্নীতি প্রসঙ্গে আইনজীবী ও তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, ‘তদন্ত করলে সমব্যায় ব্যাঙ্ক দুর্নীতিতে যাঁদের নাম উঠে আসবে, তাঁরা এখন বিজেপিতে। আমি চাই, পুলিশ তদন্ত করুক। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। যত রকমের দুর্নীতি আছে, বিজেপি তার হেডমাস্টার।’

অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, ঐতিহাসিক উচ্চতায় জ্বালানি তেলের দাম। দেখে যেন মনে হচ্ছে, মানুষের সমস্যা বাড়াতে খুব পরিশ্রম করছে কেন্দ্রীয় সরকার। মোদিবাবু, পেট্রোল বেকাবু বলেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  #

342/