‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

১ আগস্ট ২০২১

১২:৩৬:৪০ PM
1165378

'হেলেনা জাহাঙ্গীর একজন বহুমুখী প্রতারক': বর্তমান অবস্থায় করোনা পরিস্থিতির কি হবে!

শ্রোতা/পাঠক!১ আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • শোকাবহ আগস্ট শুরু-ইত্তেফাক
  • দিনভর ভোগান্তির পর রাতে বাস–লঞ্চ চলার অনুমতি -প্রথম আলো
  • ঢাকামুখী জনস্রোত –মানবজমিন
  • পল্লবী থানায় আরেকটি মামলা-আলোচনায় থাকতেই বিতর্কে জড়ান হেলেনা -যুগান্তর
  • বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতায় সবচেয়ে এগিয়ে খালেদা জিয়া-প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • কেরলে ফের ছড়াচ্ছে জিকা, নতুন করে আক্রান্ত আরও দুই-জানালেন স্বাস্থ্যমন্ত্রী-আনন্দবাজার
  • এক কাপ দায়ের দাম ১৫ লক্ষ টাকা মোদিজি খাওয়াচ্ছে! বললেন মদন দা-আজকাল
  • মমতার দিল্লি সফরের পালটা, আগস্টেই রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. খুলেছে পোশাক কারখানা, ভোগান্তি নিয়ে আজও ফিরছেন শ্রমিকরা। এটি হলো দৈনিক মানবজমিনের শিরোনাম। কী বলবেন আপনি?

২. ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না তার দেশ। আপনার পর্যবেক্ষণ কী?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায়, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের ইন্ধন ছিলো। হত্যা পরবর্তী বিভিন্ন সাক্ষাৎকারে খুনিদের বক্তব্যেই তা প্রমাণ হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।'

রবিবার (১ আগস্ট) আসন্ন ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকামুখী জনস্রোত-মানবজমিন

করোনাভাইরাসরোধে সারাদেশে চলছে লকডাউন।বন্ধ বাস,ট্রেন লঞ্চসহ সবধরনের গণপরিবহন। এরইমধ্যে রপ্তানীমুখী শিল্প কারাখানা খুলছে আজ। একদিন সময় রেখে কারখানা খোলার ঘোষণায় হন্যে হয়ে ছুটছে মানুষ। গন্তব্য রাজধানী ও আশপাশের শিল্প অঞ্চল।গতকাল সকাল থেকে উপচে পড়া ভিড় ফেরিঘাট, সড়ক মহাসড়কে। কঠোর লকডাউনের মধ্যে মানুষের গাদাগাদির এই চিত্র নতুন করে ভয় জাগাচ্ছে করোনা সংক্রমণের।

দিনভর ভোগান্তির পর রাতে বাস–লঞ্চ চলার অনুমতি-প্রথম আলো

কারখানা খোলার ঘোষণা শুনে গত শুক্রবার রাতে নাটোর থেকে রওনা দেন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। বাস চলাচল বন্ধ, তাই মরিয়া হয়ে ট্রাকে চড়ে বসেছিলেন তিনি। তিন দফা ট্রাক বদল করে গতকাল শনিবার সকালে পৌঁছান সাভারের নবীনগরে। এরপর মোটরসাইকেলে আমিনবাজার এবং সেখান থেকে হেঁটে গাবতলী পর্যন্ত আসেন। 

শুধু আবুল হোসেনই নন, শুক্রবার রপ্তানিমুখী কারখানা খোলার ঘোষণার পর বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন শ্রমিক-কর্মচারীরা। কেউ ট্রাকে, কেউ অটোরিকশায়, কেউ মোটরসাইকেলে, কেউ ভ্যানে করে দূরের পথের যাত্রা করেন। দিনভর শ্রমিকের এই ভোগান্তির পর গতকাল সন্ধ্যা সাতটার পর সরকার জানায়, শ্রমিকদের চলাচলের জন্য আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাস, লঞ্চসহ গণপরিবহন চলবে।

এ ঘটনায় সরকারের সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দায়িত্বশীলদের দূরদর্শিতার অভাব প্রকট। কারখানা খুললে শ্রমিকের যে ঢল নামে, তা গত বছরই দেখা গেছে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। শ্রমিকেরা যেভাবে গাদাগাদি করে চলাচল করেছেন, তাতে করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকে। ভোগান্তির পাশাপাশি শ্রমিকদের বাড়তি ব্যয়ও করতে হয়েছে।

তাছাড়া বিধি-নিষেধে গতিহীন অর্থনীতি।ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। পোশাক রপ্তানিতে বাংলাদেশকে সরিয়ে ভিয়েতনাম দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

কোভিড সম্পর্কিত খবর: চিকিৎসকরা ক্লান্ত, স্বজনদের আহাজারি-আইসিইউ সিট নেই, অক্সিজেন নেই, সিলেটে অক্সিজেন নিয়ে কাড়াকাড়ি। এধরনের নানা খবর রয়েছে পত্রিকাগুলোর পাতাজুড়ে। মানবজমিনের কয়েকটি খবর এরকম- এম্বুলেন্সেই মারা গেলেন সুরত আলী, ভাতিজির বেডে জায়গা পেলেন ফুফু।হাসপাতালের করিডোর থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা

কোভিডের নতুন ভ্যারিয়েন্ট প্রতি তিন জনে একজনের প্রাণ কেড়ে নেবে বলে হুঁশিয়ারি দিলেন বৃটিশ সরকারের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টারা।

শোকাবহ আগস্ট –ইত্তেফাক/মানবজমিন

আজ পহেলা আগস্ট। শোকাবহ আগস্টের প্রথম দিন। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকের মাসে আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোর মিছিল করে। এর মধ্য দিয়েই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের শোকের মাসের কর্মসূচি শুরু হয়।পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়স্বজন।সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপত্গামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া। সেদিন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

পরবর্তীকালে শেখ হাসিনার বারবার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট এই শোকের মাসেই গ্রেনেড হামলায় হত্যার চেষ্টা করা হয় জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এ ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন।

শোকের মাসে আওয়ামী লীগের কর্মসূচি

আগামী ৫ আগস্ট থেকে মাসব্যাপী শোকের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এবার জাতীয় শোক দিবসের কর্মসূচি সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

সাম্প্রতিক দুটি নাম আলোচনার শীর্ষে চলে এসেছে। তারমধ্যে একটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার অপরটি হেলেনা জাহাঙ্গীর।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষামন্ত্রণালয়। তারমধ্যেই চলে এসেছে-হেলেনা জাহাঙ্গীরের বিষয়টি। এখন রিমান্ডে আছেন তিনি। তার প্রতারণার কৌশল নিয়ে মানবজমিন/যুগান্তর লিখেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের বড় নেতা এবং বিভিন্নরকম পরিচয় দিয়ে প্রায় ২৭ ব্যক্তিকে ট্রাপে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে কথিত চাকুরিজীবী লীগের মূল কর্ণধার হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে। নানা ছুতোয় হেলেনা ঐসব ব্যক্তির সাথে সম্পর্ক করেন। ধীরে ধীরে সম্পর্ক গভীর করে তিনি তাদের ব্লাকমেইল করতেন।ব্যবসায়ী, শিল্পপতি, অভিনেতা, চিকিৎসক, রাজনীতিবিদ, আমলাসহ একাধিক পেশাজীবী লোকজন এরইমধ্যে এ ব্যাপারে র্যাবের সাথে যোগাযোগ করেছে। মানসম্মানের ভয়ে তারা এতদিন কাউকে কিছু বলেনি।ভুক্তভোগীরা হেলেনার দ্বারা প্রতারিত হওয়ার পর জিজ্ঞাসা করলে হেলেনা তাদের মিডিয়া প্রচারের হুমকি দিতেন। র্যাবের মাঠ পর্যায়ের তদন্তকারী কর্মকর্তারা- হেলেনার ৫ টি গার্মেন্টস ও ১৫ টি ফ্লাটের সন্ধান পেয়েছেন। তার আয়ের সঙ্গে সম্পদের পরিমাণ মেলাতে পারেনি তারা।

র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কে এম আজাদ গতকাল মানবজমিনকে বলেন, হেলেনা জাহাঙ্গীর একজন বহুমুখী প্রতারক।তার বিশাল সম্পদের কথা জানা গেছে। কিন্তু কোন আয় থেকে এত সম্পদ অর্জন করেছেন তা জানা যায়নি। অনুসন্ধান চলছে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

মমতার দিল্লি সফরের পালটা, আগস্টেই রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের-সংবাদ প্রতিদিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দিল্লি সফরের পর এবার তৎপর বিজেপিও (BJP)। ভোট পরবর্তী হিংসা নিয়ে আগস্টের প্রথম সপ্তাহেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবে বাংলার বিজেপি বিধায়কদের প্রতিনিধিদল। যে দলের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি আগেই ঠিক করা ছিল। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে বাংলার সমস্ত বিজেপি সাংসদ দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে।বিজেপি সাংসদরা রাজ্যে ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। মোদির সঙ্গে বঙ্গ বিজেপি সাংসদদের সাক্ষাতের দিন এখনও ঠিক না হলেও, আগস্টের প্রথম সপ্তাহেই হতে পারে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির জনা পনেরো বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাশাপাশি দেখা করবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে। লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করার কারণ হচ্ছে পিএসি চেয়ারম্যান (PAC Chairman) নিয়ে বিতর্ক। শুধু তাই নয়, পঞ্চায়েত ও স্বাস্থ্যমন্ত্রকের মন্ত্রীদের সঙ্গেও দেখা করতে পারেন বঙ্গের BJP বিধায়করা।

রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে রাজ্য সরকারের বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। তা নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন বিধায়করা। বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগগার বক্তব্য, আগস্টের প্রথম সপ্তাহে দিল্লি যাওয়ার কথা রয়েছে। কবে তা এখনও ঠিক হয়নি। শাসকদল তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসার অভিযোগ মানতে নারাজ। বিজেপি অবশ্য এনিয়ে এক নাগাড়ে অভিযোগ করে আসছে। যে সংক্রান্ত মামলা গড়িয়েছে হাই কোর্ট পর্যন্ত। জাতীয় মানবাধিকার কমিশনও রিপোর্ট দিয়েছে কোর্টে। সেই রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ সরব তৃণমূল। এই পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত চরমে। তখন মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের পরই শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষদের দিল্লিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার যে পরিকল্পনা, তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের উপর পালটা চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বেকারত্বের জ্বালা সইতে না পেরে আত্মঘাতী ইঞ্জিনিয়ার-দৈনিক আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চাকরি না পেয়ে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিল  ২৫ বছরের বি টেক ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম। ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জ ব্লকের কুকুরযান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাঙা মালি এলাকায়। শাহিনুরের মা শাহনাজ বেগম বলেন, আমার ছেলে দু বছর আগে রেলের পরীক্ষায় পাশ করেছিলেন কিন্তু আজ পর্যন্ত চাকরি পায়নি। আর সেই যন্ত্রণা সারাক্ষাণ কুরে কুরে খেত। আসলে চাকরি না পেয়ে আমার ছেলে এই পথ বেছে নিল।#

342/