‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৭ আগস্ট ২০২১

১২:২৯:০১ PM
1167273

হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের অসহায়ত্বের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, ‘দেশে করোনা সংক্রমণ দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালগুলোর কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় সারাদেশে ১৭ হাজার সাধারণ বেড রয়েছে। তবে সেগুলোর প্রায় সবগুলোই রোগীতে ভর্তি হয়ে গেছে। হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই।’

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : শনিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছত্তরে  কোভিড চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল উদ্বোধনের পর আয়োজিত সংবাদ সন্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি জানান, ‘হাসপাতালগুলোতে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সংক্রমণ কমানোর সময় এসেছে।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘বিএসএমএমইউয়ের ফিল্ড হাসপাতালে আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। আর হাসপাতালটিকে পর্যায়ক্রমে এক হাজার বেডে উন্নীত করা হবে।’তিনি  বলেন, ‘কোভিড চিকিৎসার সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। তবে সব রোগী এখানে ভর্তি করা হবে না। নতুন রোগী ও মুমূর্ষু রোগীরা এখানে আসবে, তাদের চিকিৎসা দেয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে। ‘চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। ইতোমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করবো। তিনি বলেন, ‘সাত কোটি ডোজ টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই দুই কোটি করে মোট চার কোটি ডোজ টিকা আসবে। এর আগেও আসবে, তবে কিছুটা কম করে।

গণটিকাদান কার্যক্রম শুরু

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার (৭ আগস্ট) সকাল থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। । চলবে ১২ আগস্ট পর্যন্ত।এই গণটিকাদান কর্মসূচির মাধ্যমে ছয় দিনে প্রায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। গণহারে টিকদান কর্মসূচীর প্রথম দিনেই ইউনিয়ন পর্যায়ে দেখা গেছে উপচে পড়া ভীড়। ছিল দীর্ঘ অপেক্ষার লাইন। বগুড়া এবং সাভার থেকে সার্ভার বন্ধ থাকার কারণে টিকাদান কার্যক্রম ব্যহত হবার খবর পাওয়া গেছে। 

এ উপলক্ষ্যে ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়েও চলছে গণটিকা কর্মসূচি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহা জানিয়েছেন,বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানে হরা হচ্ছে।#

342/