‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৫ আগস্ট ২০২১

১০:০২:২৪ AM
1169752

‘রেডিও তেহরানের আসমাউল হুসনা ধারাবাহিকটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান থেকে যে সকল ধারাবাহিক অনুষ্ঠান প্রচার হয় তন্মধ্যে আসমাউল হুসনা অন্যতম। একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ ও মাহাত্ম্য জানতে আসমাউল হুসনা ধারাবাহিকটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এই ধারাবাহিকের মাধ্যমে মহান আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ ও মাহাত্ম্য জানতে পারছি যা আমাকে মহান আল্লাহ পবিত্র নামসমূহ সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করছে। গত ৮ আগস্ট রবিবার রেডিও তেহরান থেকে আসমাউল হুসনা ধারাবাহিকের ৪২তম পর্বে মহান আল্লাহর গুণবাচক নাম কারিম সম্পর্কে আলোচনা করা হয়। কারিম অর্থ মহত্ত্ব, ক্ষমাশীলতা ও সততা ইত্যাদি।

সূরা আর রহমানের ২৬ নং আয়াতে বলা হয়েছে, পার্থিব বা ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার জাত বা সত্তাই টিকে থাকবে। মহান আল্লাহ দয়াশীল, করুণাময় ও ক্ষমাশীল। মহান আল্লাহর সবচেয়ে বড় করুণা হলো মানুষকে তিনি অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে এনেছেন। এ নামটি পবিত্র কুরআনে ২৬ বার এসেছে। ক্ষমাশীলতা মানব চরিত্রের অন্যতম মহৎ গুণ। আমাদের সবার উচিত মহান আল্লাহর গুণবাচক এই নামের তাৎপর্য উপলব্ধি করা ও আমাদের নিজেদের দয়াশীল ও ক্ষমাশীল হওয়া।

পরিশেষে সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরানকে আন্তরিক ধন্যবাদ। 

শাওন হোসাইন

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ

গ্রাম: খোশবাড়ী, পোস্ট: খানগঞ্জ

থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী, বাংলাদেশ।

342/